আমাদের কথা খুঁজে নিন

   

নিজেই পরিষ্কার হবে টি-শার্ট!

পোল্যান্ডের একদল গবেষক এবার তৈরি করেছেন একটি অভিনব পোশাক (টি-শার্ট)। এতে রয়েছে গুঁড়া সাবানযুক্ত (ডিটারজেন্ট) বিশেষ রঙে আঁকা ছবি। গবেষকেরা দাবি করছেন, এই টি-শার্ট স্বয়ংক্রিয়ভাবে পরিষ্কার হয়ে যায়। তবে এই পদ্ধতি কেবল একবারই কাজ করবে।

বিশ্বে এ ধরনের পোশাক এটিই প্রথম।

এই টি-শার্ট তৈরিতে ন্যানোটেকনোলজি ব্যবহার করা হয়েছে। আর বৃষ্টির সম্ভাবনা থাকলে এই বিশেষ টি-শার্ট না পরার পরামর্শ দেওয়া হয়েছে।

যুক্তরাষ্ট্রের কর্নেল ইউনিভার্সিটির টেক্সটাইল ল্যাবরেটরির গবেষকেরা বস্ত্রশিল্প ও ন্যানোটেকনোলজির মধ্যে দূরত্ব কমানোর চেষ্টা করে যাচ্ছেন। প্রতিষ্ঠানটির পরিচালক হুয়ান হিনেস্ত্রোজা বলেন, পোশাক নকশাকারের বস্ত্রকে তাঁদের সৃজনশীলতা প্রকাশের ক্ষেত্র মনে করেন, আর রসায়নবিদেরা মনে করেন, এটি একগুচ্ছ অণুর সমন্বয়। এখন এসব অণুর সাহায্যে বিশেষ কার্যকারিতাসম্পন্ন পোশাক তৈরির সময় এসেছে।

ভবিষ্যতের ফ্যাশনে ন্যানোটেকনোলজির ব্যবহার আরও বাড়বে। ইনডিপেনডেন্ট।

সোর্স: http://www.prothom-alo.com

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.