আমাদের কথা খুঁজে নিন

   

জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা

১. নিফাক অর্থ কী?

উত্তর : নিফাক অর্থ ভণ্ডামি, কপটতা, প্রতারণা, দ্বিমুখী নীতি।

২.নিফাক কাকে বলে?

উত্তর : মুখে ইমানের স্বীকার এবং অন্তরে অবিশ্বাস করাকে নিফাক বলা হয়।

৩. মুনাফিক কাকে বলে?

উত্তর : যারা প্রকাশ্যে নিজেদের মুসলমান বলে দাবি করে এবং গোপনে ইসলামকে অস্বীকার করে তাদেরকে মুনাফিক বলে।

৪. মুনাফিকদের স্থান/অবস্থান কোথায় হবে?

উত্তর :পরকালে মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্নে অবস্থান করবে।

৫.মুনাফিকের চিহ্ন/নিদর্শন কয়টি?

উত্তর : মুনাফিকের চিহ্ন বা নিদর্শন তিনটি।

৬. 'আসমাউল হুসনা' অর্থ কি?

উত্তর : আসমাউল হুসনা অর্থ সুন্দর নামসমূহ।

৭.আসমাউল হুসনা কাকে বলে?

উত্তর : আল্লাহতায়ালার গুণবাচক নামসমূহকে একত্রে আসমাউল হুসনা বলা হয়।

৮. হাদিস শরিফে আল্লাহর গুণবাচক কয়টি নামের উল্লেখ আছে?

উত্তর : নিরানব্বইটি গুণবাচক নামসমূহকে একত্রে আসমাউল হুসনা বলা হয়।

৯. 'গাফ্ফারুন' অর্থ কী?

উত্তর : গাফ্ফারুন শব্দের অর্থ অতি ক্ষমাশীল।

১০.আল্লাহু গাফ্ফারুন অর্থ কী?

উত্তর : আল্লাহ অতি ক্ষমাশীল।

১১.সবচেয়ে ক্ষমাশীল কে?

উত্তর : আল্লাহতায়ালা সবচেয়ে ক্ষমাশীল।

১২.'আল্লাহু সামাদুন' অর্থ কী?

উত্তর : আল্লাহ অমুখাপেক্ষী।

১৩.'আল্লাহু রাউফুন' শব্দের অর্থ কী?

উত্তর : আল্লাহ অতি দয়াবান, অত্যন্ত স্নেহশীল।

১৪.কে রহমত ও বরকত দান করেন?

উত্তর :মহান আল্লাহ রহমত ও বরকত দান করেন।

১৫. 'আল্লাহু হাসিবুন' অর্থ কী?

উত্তর : আল্লাহ হিসাব গ্রহণকারী।

১৬. কখন আল্লাহতায়ালা মানুষের কৃতকর্মের হিসাব নিবেন?

উত্তর :কিয়ামতের দিন আল্লাহতায়ালা মানুষের কৃতকর্মের হিসাব নিবেন।

১৭. 'আমলনামা' কী?

উত্তর :আমলনামা হলো মানুষের কৃতকর্মের নথিপত্র।

১৮. 'আমলনানা' কখন প্রদান করা হবে?

উত্তর :আমলনামা কেয়ামতের দিন প্রদান করা হবে।

১৯.মুহাইমিনুল অর্থ কি?

উত্তর :নিরাপত্তাদানকারী, রক্ষণাবেক্ষণকারী আশ্রয়দাতা।

২০.কার নিকট আশ্রয় চাইতে হবে?

উত্তর :আল্লাহতায়ালার নিকট।

২১.রিসালাত অর্থ কী?

উত্তর :সংবাদ বহন বা খবর।

২২.রিসালাত কাকে বলে?

উত্তর :আল্লাহতায়ালার বাণী, আদেশ-নিষেধ মানুষের নিকট পেঁৗছানোকে রিসালাত বলে।

২৩.নবী এবং রাসুলদের সংখ্যা কত?

উত্তর :এক লাখ চবি্বশ হাজার এবং তিনশত তেরজন, মতান্তরে তিনশত পনের জন।

২৪.কোরআন মাজিদে কতজন নবী ও রাসূলের নাম উল্লেখ আছে?

উত্তর :কোরআন মাজিদে পঁচিশজন নবি ও রাসূলের নাম উল্লেখ আছে।

২৫.রাসূল কাকে বলে?

উত্তর :আল্লাহতায়ালা যাদের প্রতি আসমানি কিতাব কিংবা নতুন শরিয়ত প্রদান করেছেন তাদের রাসূল বলে।

২৬.নবী কে?

উত্তর :যাদের প্রতি কিতাব অবতীর্ণ হয়নি কিংবা নতুন শরিয়ত আসেনি, তারা হলেন নবী।

২৭.হযরত হারুন (আ.) কি ছিলেন?

উত্তর :হযরত হারুন (আ.) নবী ছিলেন।

২৮. তিনি কার শরিয়ত প্রচার করতেন?

উত্তর :হজরত মুসা (আ.) এর।

২৯. খতমে নবুয়ত কী?

উত্তর :নবিগণের দায়িত্বের পরিসমাপ্তি বা নবুয়তের সমাপ্তি।

৩০. খাতামুন্নাবিয়্যিন কে?

উত্তর :হজরত মুহাম্মদ (স.)।

৩১.একজন নবীর ইন্তেকালের পর অন্য নবী কয়টি কারণে আসেন?

উত্তর :তিনটি কারণে আসেন।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.