আমাদের কথা খুঁজে নিন

   

ফরিদপুরে স্কুলে সহশিক্ষা চালু না করায় উত্

জেলার সদরপুর উপজেলায় অবস্থিত বিশ্বজাকের মঞ্জিল সরকারি উচ্চ বিদ্যালয়ে ২০১৪ শিক্ষাবর্ষে সহশিক্ষা চালুকরণে শিক্ষা বোর্ডের অনুমোদন অমান্য করে ছাত্রীদের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণে বাধা সৃষ্টি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ফলে উক্ত বিদ্যালয়ে ভর্তির আবেদন করে অর্ধ শতাধিক ছাত্রী ২০১৪ সালে ৬ষ্ঠ শ্রেণীতে ভর্তির সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। ছাত্রীরা ভর্তিপরীক্ষায় অংশগ্রহণ করতে না পেরে বিদ্যালয় ক্যাম্পাসে প্রায় ৩ ঘণ্টা অবস্থান করে হতাশ মনে ফিরে গেছে। বিষয়টি নিয়ে ছাত্রীদের অভিভাবক মহলে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ নিয়ে এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ও ভর্তি কমিটির সদস্য সচিব শেফালী খানমের সঙ্গে কথা হলে তিনি বলেন, ভর্তিপরীক্ষার সভাপতি উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশ মতে আপাতত ছাত্রীদের ভর্তি পরীক্ষা বন্ধ রাখা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মো. লোকমান হোসেন জানান, ইতিপূর্বে বিদ্যালয়টিতে ছাত্র ভর্তি নিয়ে একটি আলোচনা সভা করা হয়েছে। ওই সভায় সহশিক্ষা চালু করণের শিক্ষা বোর্ডের নির্দেশের অনুমোদন ভর্তি কমিটির সভায় উত্থাপন করা হয়নি। বোর্ড অনুমোদন দিলেও আমরা শিক্ষা মন্ত্রণালয়ের কোনো নির্দেশ পাইনি। বোর্ডের নির্দেশ পরবর্তী শিক্ষা কমিটির সভায় ছাত্রী ভর্তি করা যাবে কিনা তা বিবেচনা করে দেখা হবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.