আমাদের কথা খুঁজে নিন

   

ঢামেক হাসপাতালের ভবন-২ উদ্বোধন

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল প্রাঙ্গণে প্রায় ৯০ কোটি টাকা ব্যয়ে ৬০০ শয্যার ঢাকা মেডিকেল ভবন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার সকালে ঢামেক হাসপাতালের 'ওটি কমপ্লেক্স' ভবনের পশ্চিম-উত্তর দিকে ১০ তলা নতুন এ ভবন উদ্বোধন করেন তিনি।

জানা গেছে, নতুন এ ভবনে সর্বাধুনিক সব অস্ত্রোপচার কক্ষ ও বোন ম্যারো ট্রান্সপ্যান্টেশন চালু করা হবে, নতুন হাসপাতালের প্রতিটি বিভাগের সঙ্গে জরুরি বিভাগ ও পরীক্ষাগার (ল্যাবরেটরি) থাকবে।

এছাড়া হাসপাতালের প্রধান ভবনে অবস্থিত মেডিসিন, নিউরো মেডিসিন, ফিজিক্যাল মেডিসিন/ফিজিওথেরাপি, অ্যান্ড্রোক্রাইনোলজি, হেমাটোলজি, নেফ্রোলজি, রেডিওলজি, সাইকিয়াট্রি, পেডিয়াট্রিকস, গ্যাস্ট্রো-এন্টারোলজি, মাইক্রোবায়োলজি, বায়োকেমিস্ট্রি ও প্যাথলজি বিভাগ অপূর্ণাঙ্গ অবস্থায় আছে। হাসপাতালের নতুন ভবনে এসব বিভাগ স্থানান্তর করে এর সুযোগ-সুবিধা বাড়ানো হবে।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।