আমাদের কথা খুঁজে নিন

   

ক্ষুদ্রাকৃতির বহনযোগ্য হার্ডডিস্ক মাই পাসপোর্ট আল্ট্রা


বাজারে এবার স্বয়ংক্রিয় ব্যাকআপ সফটওয়্যার সমর্থিত ক্ষিপ্র গতির বহনযোগ্য স্টোরেজ ডব্লিউডি মাই পাসপোর্ট আল্ট্রা। পাসপোর্টেও চেয়েও ছোট আকৃতির এই হার্ডডিস্কে দ্বিগুন থেকে তিন গুণ দ্রুততার সাথে ডাটা স্থানান্তর করা যায়। সংরক্ষণ করা যায় হাজার হাজার গান, ছবি, এইচডি ভিডিও।
একই সাথে ড্রপবক্সের মাধ্যমে সরাসরি ক্লাউড ব্যাকআপ নিতে সক্ষম ওয়েস্টার্ন ডিজিটাল ব্র্যান্ডের এক টেরাবাইট ক্ষমতার এই হার্ডডিস্ক দেশের বাজারে এনেছে কম্পিউটার সোর্স।
মসৃন কালো রঙের বুক পকেটে পরিবহন উপযোগী হার্ডডিস্কটি উইন্ডোজ এক্সপি, ৭, ৮, ভিসতা এবং ম্যাক অপারেটিং সিস্টেমে কাজ করতে পারে।

ইউএসবি থ্রি ও টু উভয় পোর্টের জন্য উপযোগী ক্ষিপ্র গতিতে ডাটা আদান প্রদানে সক্ষম এই হার্ডডিস্কটি ইউএসবি পোটের মাধ্যমেই হার্ডডিস্ক সচল রাখতে প্রয়োজনী শক্তি সংগ্রহ করে। ফলে আলাদা কনো অ্যাডাপ্টার প্রয়োজন হয় না। আর এর ইউএসবি টু পোর্ট দিয়ে সেকেন্ডে ৪৮০ এমবি এবং থ্রি পোর্ট দিয়ে ৫জিবি পর্যন্ত ডেটা স্থানান্তর করতে পারে।
পাশাপাশি তথ্যের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যবহারকারী চাইলেই এর পাসওয়ার্ড প্রোটেকশন সুবিধা কাজে লাগাতে পারেন।
প্রাথমিক পরবে ব্যবহারকারীরা  পাচ্ছেন  তিন বছরের বিক্রয়োত্তর সেবাযুক্ত ডব্লিউডি মাইপাসপোর্টের এই বহনযোগ্য হার্ড ড্রাইভ ।


সংগ্রহ:

সোর্স: http://www.techtunes.com.bd/     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।