আমাদের কথা খুঁজে নিন

   

বিয়ের পর এই প্রথম

দীর্ঘদিন পর আবারও একটি একক নাটকে জুটি বদ্ধ হলেন ইন্তেখাব দিনার ও বিজরী বরকতউল্লাহ।

ফরহাদ লিমনের রচনায় 'কানা বুড়ির ছা' শিরোনামে নাটকটি পরিচালনা করেছেন শাহজাহান সোহাগ।

বৃদ্ধ মায়ের একটি চোখ নষ্ট। এ কারণে ছেলেটি মাকে অপছন্দ করে। ছেলেটি যে স্কুলে পড়াশোনা করে বৃদ্ধ মা সে স্কুলেরই আয়া।

স্কুল জীবন শেষ করে ছেলেটি শহরে চলে আসে। পড়াশোনা শেষ করে ছেলেটি এখন বড় কর্মকর্তা হয়ে বউ-বাচ্চা নিয়ে সুখেই আছে। ছোট সময়ের সেই স্কুলের পুনর্মিলনী অনুষ্ঠানে প্রায় ১৫ বছর পর গ্রামে যায় ছেলেটি। এর মধ্যে ছেলেটি তার মায়ের কোনো খোঁজখবরই রাখেনি। এত বছর পর স্কুলের হেড মাস্টারের কাছে জানে ছোটবেলায় এক অ্যাক্সিডেন্টে ছেলেটির একটি চোখ নষ্ট হয়ে যায়, মায়ের যে নষ্ট চোখটির কারণে মাকে এতকাল অপছন্দ করে আসছে, সে চোখটি ছেলেটিকেই দিয়ে দিয়েছিলেন মা।

এভাবেই এগিয়ে যায় গল্পটি। দিনার বিজরী ছাড়াও এতে আরও অভিনয় করেছেন আফরোজা বানু, তৌফিক, টুটুল চৌধুরীসহ আরও অনেকে। সম্প্রতি নাটকটির শুটিং শেষ হয়েছে। আসছে ঈদে নাটকটি প্রচার হবে।

 

 



সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.