আমাদের কথা খুঁজে নিন

   

প্লিজ, ডিয়ার প্রধানমন্ত্রী .

বিশ্বাস হচ্ছে ভালবাসার শক্তি

মানুষ মাত্রই গ্যাস উৎপাদনকারী । সবাই প্রতিদিন ই নিয়ম মাফিক গ্যাস উৎপাদন করেন। কেউ বেশি কিংবা কম। আর কম বা বেশি উৎপাদনের বিষয় টা নির্ভর করে আপনি কি গুরুপাক খাচ্ছেন না অল্পপাক খাচ্ছেন তার উপর । কিছুদিন আগে শুনছিলাম জার্মানি না কোথাকার কোন বিজ্ঞানিরা মনুষ্য গ্যাস ব্যবহার করে বিদুৎ উৎপাদনের চেষ্টা করছেন এবং তারা এতে সফল ও হয়েছেন ।

বাংলাদেশের না খুব বিদুৎ এর সমস্যা। আর এজন্য কয়লা দিয়া বিদুৎ কেন্দ্র বানাবে সুন্দরবনের পাশে >:O । আমি বলি কি " ডিয়ার প্রধানমন্ত্রী , মনুষ্য গ্যাস ব্যবহার করে বিদুৎ কেন্দ্র বানান। এক্কেবারে ফ্রি তে গ্যাস সাপ্লাই পাবেন সারা বছর। কথাদিলাম বাংলার ১৬ কোটি জনগণ দৈনিক আপনার যত গ্যাস লাগে ( গুরুপাক অল্পপাক খেয়ে যেভাবে হোক) তত গ্যাস উৎপাদন করে আপনার দপ্তরে বোতল অথবা অন্য পলিথিনে ভরে পাঠাবে ।

অথবা সারাদেশে কিছু মনুষ্য গ্যাস সংগ্রহকারী সেন্টার বসাতে পারেন যাতে নির্দিষ্ট সময়ে যেয়ে যেয়ে গ্যাস রিলিজ করে আসতে পারে। প্লিজ ডিয়ার প্রধানমন্ত্রী রামপালে বিদুৎ কেন্দ্র বসাতে যে টাকা লাগবে তার প্রায় অর্ধেক খরচেই আজীবন চলমান একটা বিদুৎ কেন্দ্র পাবেন আপনি। সো ডিয়ার প্রধানমন্ত্রী রামপাল বিদুৎ কেন্দ্র বাদ দিয়া মনুষ্য গ্যাস চালিত বিদুৎ কেন্দ্র বসান আর যেকোন জায়গায় আমরা ম্যাংগো পিপল কিচ্ছু বলমু না। সুন্দরবন টা বাচান প্রধানমন্ত্রী। নাইলে নিজ নাতিরে ইন্টারনেট থেকে বাঘের ফটু দেখাইতে হবে ন্যাশনাল জিওগ্রাফী দেখায় বলতে হবে "দাদু ভাই এইটা সুন্দরবন ।

আর এইটা হইল রয়েল বেঙ্গল টাইগার ................................. " প্লিজ ডিয়ার প্রধানমন্ত্রী রামপাল টা কইরেন না, সুন্দরবন টারে বাচান। যত গ্যাস লাগে সব আমরা দিমু। আপনি খালি বলেন " রামপাল হবে না। এর বদলে মনুষ্য গ্যাস চালিত বিদুৎ কেন্দ্র হবে তমুক জায়গায় " তাইলে কালকে থেকেই গ্যাস জমানো শুরু করুম আর যখন বলেন যেখানে বলেন নিজ খরচে পাঠায় দিমু। তারপরও রামপাল বিদুৎ কেন্দ্র টা কইরেন না আপনার কাছে এইটাই চাইলাম প্লিজ ডিয়ার প্রধানমন্ত্রী .......................... ............................................


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.