আমাদের কথা খুঁজে নিন

   

একটি সরকারি ছুটির প্রত্যাশায় !!!!!!! আকুল আবেদন ! প্লিজ, প্লিজ, প্লিজ, প্লিজ, প্লিজ, প্লিজ, প্লিজ, প্লিজ, প্লিজ ।

সরকার আর বিরোধী দল...... পাল্টাপাল্টি চলছেই, চলবেই । এর যৌক্তিক দিক যে নেই তা বলছি না । একটি গণতান্ত্রিক দেশে সরকারি দল, বিরোধী দল থাকবে এটাই তো প্রত্যাশা । শুধু তাই নয় । সরকারি দল ও বিরোধী দলের জন্য কিছু নির্ধারিত কাজও রয়েছ ।

কিন্তু আজ আমরা কি দেখছি...... হায়দার আলীর গানের মত.... কি দেখার কথা আর কি দেখছি, কি বলার কথা ছিল আর কি বলছি..... ত্রিশ বছর পড়েও আজ স্বাধীনতাটাকে খুজছি । ........ বিরোধী দল ১২ তারিখ ঢাকা মহাসমাবেশ করবে, সরকারের পতন ঘটাবে, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা রাখার জন্য সরকারকে চাপ প্রয়োগের জন্য সকল ব্যবস্থাই করবে । বিরোধী দল এ কাজ কি করতে পারেন না, এ ধরনের একটি ব্যবস্থা কি চালু করতে সরকারকে চাপ প্রয়োগ করতে পারেন না ??????? আশাকরি ইতিবাচক ব্লগার বন্ধুরা তাদের চিন্তিত মতামত সকলের কাছে তুলে ধরবেন । । ।

সরকারও এ আন্দোলন যাতে দেশের জন্য কোন অকল্যান বয়ে না আনতে পারে সে বিষয়টি অবশ্যই চিন্তা করবে। । । । সরকারকে প্রথমে দেশের সকল জনগণের কথা ভাবতে হবে ।

বিরোধী দলে চাওয়া হচ্ছে সাধারন মানুষের চাওয়া পাওয়ার একটি প্রতিচ্ছবি । সরকার বিরোধী দলের দর্পনে নিজের প্রতিচ্ছবি দেখবে কোথায় তার ব্যর্থ, কোথায় সফল । সরকার বিরোধী দলের সমাবেশের নাশকতা এড়াতে এমন পদক্ষেপ নিচ্ছে যেন গল্পের মত.............. এক রোগী ডাক্তারের নিকট গেলেন.... রোগী ঃ সুপ্রভাত স্যার । ডাক্তার ঃ সুপ্রভাত । কেমন আছেন ।

রোগী ঃ খুব ভালো নেই । একটু সমস্যায় আছি । ডাক্তার ঃ বলুন, আপনার কি কি সমস্যা হচ্ছে । রোগী ঃ স্যার, দীর্ঘ দিন যাবৎ আমার শ্বাস কষ্ট হচ্ছে । শ্বাস নিতে খুব কষ্ট হয় ।

ডাক্তার ঃ কোন চিন্তা করবেন না । এখন শ্বাস বন্ধ করার সব ব্যবস্থা করছি । রোগী ঃ (শ্বাস বন্ধ করে দেবে শুনে) আল্লা বাচাঁও বলে দৌড় দিয়ে পালালো । সরকার কি মাথা ব্যথা ভালো করতে ঘাড় থেকে মাথাটাই কেটে ফেলার চিন্তা করছে [/sb??????। নাকি ভিতরে ভিতরে অনেক নড়বড়ে হয়ে গেছে ।

ভয় তাদের গ্রাস করে ফেলেছে । সময় বলে দেবে । এদেশের জনগণকে দুই প্রধান বিরোধী দলই কিছু মনে করেনা । মনে হয় সাধারন জনগণ দেশের ধইন্যা পাতা । যদি তাই না হইত.... আওয়ামীলীগ যখন ক্ষমতা আসে তখন জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের স্বপ্ন পূরনে ব্যস্ত থাকেন ।

তা না হলে আমাদের মত গরীব দেশের জনগণের নিকট এত কান্না কাটি করে, মিথ্যা আশ্বাস দিয়ে, নাকের সামনে মুলো ঝুলিয়ে বর্তমান আওয়ালীগ সরকার ক্ষমতায় আসার পর ২০০+ কোটি টাকা খরচ করেতে পারতো না শুধু নাম পরিবর্তন করার জন্য । খুব দরকার ছিল নাকি প্রতিহিংসা !!!!!!!!!!!! অন্যদিকে বর্তমান বিরোধী দল বিএনপি যখন ক্ষমতায় আসে তখন জিয়ার স্বপ্ন পূরনে ব্যস্ত থাকেন এবং বাকীটা প্রতিহিংসার রাজনীতিই করেন । মাঝখানে আমরা সাধারন জনগণ ভাড়াটিয়া হিসেবেই থাকি । আমাদের আর কোন অধিকার নেই শুধু ভোট দেয়া ছাড়া । সাধারন জনগণের ভোটই শুধু অধিকার ।

বাকিটা সময় শুধু দেখবো, শুনবো কিন্তু কিছু বলা নিষেধ । আজ ১১ মার্চ,২০১২ । মহাসমাবেশ ১২ মার্চ, ২০১২ । শুধু একটা রাত বাকি । এখনই ঢাকার সকল ধরনের নিরাপত্তার নামে হয়রানির ব্যবস্থা নিশ্চিত করন প্রায় শেষের দিকে ।

ঢাকার বাহির থেকে কোন যানবাহন ঢাকার ভিতরে ঢুকতে দিচ্ছে না । যে সকল যানবাহন ইতোমধ্যেই ঢাকার ভিতরে পৌছে গেছে তাদেরকে ঢাকা নামতে দিচ্ছে না (লঞ্চ ঢাকার টার্মিনালে পৌছে গেলেও তাদেরকে নামতে দিচ্ছে না । লাঠি দিয়ে আবৃত জায়গাগুলোতে সরকারের উন্নয়নের চিত্র একে দিচ্ছে । ) । অন্যান্য যানবাহনের ক্ষেত্রেও তাই ।

আমার ধারনা খুব অল্প সময়ের মধ্যে সকল নেটওয়ার্ক বন্ধ করে দেবে । ঢাকার ভিতরের সকল যানবাহন সীমিত করে দেয়ার জন্য মালিক পক্ষকে চাপ প্রয়োগ করা হয়েছে । যার চিত্র একটু রাস্তায় গেলেই অবলোকন করতে পারবেন । সর্বোপরি কাল ১২মার্চ, ২০১২ । রাত থেকেই অন্ধকারের কাজ শুরু হবে ।

সাধারন মানুষের মনে আশঙ্কার শেষ নেই । সকল মা-বাবা শঙ্কিত পুত্র হারানোর ভয়ে, সকল স্ত্রীরা তাদের স্বামী হারানোর জন্য শঙ্কিত, সকল স্বামীরা তাদের স্ত্রী হারানোর ভয়ে শঙ্কিত । সর্বোপরি সকল মানুষ স্বজন হারানোর ভয়ে শঙ্কিত । সকলের কথা বাদ দিলাম এই কারনে যে, তারা সকল ক্ষতি মেনে নিয়ে হয়ত কাল ঢাকা শহরের ইট বালুর সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে শুধু চার দেয়ালের মধ্যে বন্ধি থেকে ১৪ থেকে ২১ ইঞ্চির মধ্যে চোখ রেখে সরকারের উন্নয়ন আর বিরোধী দলের চাওয়া-পাওয়ার সুদৃশ্য দেখবেন । কিন্তু অসহায় সরকারী চাকরীজীবিরা ।

চাকুরি বাচাঁতে চাইলে অফিসে যোগদান করতে হবে । চাকুরি না বাচাঁতে পারলে নির্ভরশীল মানুষগুলো না ক্ষেয়ে মৃত্যু বরন করতে হবে । চাকুরীজীবিদের অন্য সকল আয় কিন্তু বন্ধ । যার ক্ষুদ্র একটি প্রয়াস প্রকাশ্যে এসেছে.... শেয়ার মার্কেটে কোন লেনদেন থাকুতে পারবে না । আপাতত বন্ধ থাকলেও সকলে শঙ্কিত ।

চাকুরীজীবিদের অফিসে আসতেই হবে । আগামীদিন সরকার সকল অফিসে তদারকি করবে, কারা অফিসে আসলো না । বিপদ প্রাধান্য না দিয়ে, যারা অফিসে আসবে না বা অফিসে ছুটি নিবে তাদের হয় রাজাকার, দেশদ্রোহী নয়তো বিএনপি পন্থী উপাধি দিয়ে হয়রানীর চরম নায়কে পরিনত করবে । তাই সরকারের নিকট আকুল আবেদন.................. আগামী দিন ১২ মার্চ, ২০১২ রোজ সোমবার সরকারি ছুটি ঘোষনা করা হোক!!!!!!! প্লিজ প্লিজ প্লিজ প্লিজ প্লিজ প্লিজ প্লিজ প্লিজ প্লিজ প্লিজ প্লিজ প্লিজ ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.