আমাদের কথা খুঁজে নিন

   

একজন ভবিষ্যৎ ডাক্তারের জীবন বাঁচান।প্লিজ প্লিজ প্লিজ একটু ভাবেন

সব সময় দেখতাম পত্রিকা অথবা টিভিতে অমুক বাঁচতে চায়। কতটুকু অনুভব করতাম সেই আকুতি। আজ যখন আমারই বন্ধু মুস্তাফিজ ব্লাড ক্যান্সার এর সাথে যুদ্ধ করছে প্রতিনিয়ত বেঁচে থাকার জন্য তখন বুঝতে পারি মরন বুঝি মানুষের সবচে কাছের সঙ্গী,যে হাত বাড়ালে নিমিষেই অর্থহীন করে দেয় বাকি সব দেনা পাওনা। ামার মেধাবি বন্ধুটি আর মাত্র একবছর পরই সরকারি মেডিকেল থেকে পাশ করে বের হত। যে আর কিছুদিন পরই হাস্পাতালের বিছানায় শুয়ে থাকা মানুষগুলোর মুখে হাসি ফুটাতে পারত,তার আজ অন্ধকার হিমশীতল স্পর্শের জন্য অসহায় অপেক্ষা।

তার চিকিৎসার জন্য প্রয়োজন প্রায় ৫০ লাখ তাকা। তার দরিদ্র কৃষক বাবার পক্ষে সর্বস্ব বিক্রি করেও কোনমতেই এ টাকা যোগাড় করা সম্ভব নয়। প্রতিদিন কত টাকা খরচ করি আমরা মোবাইলের কার্ড এ,বন্ধু অথবা বান্ধবির পেছনে অথবা নিছক বিলাসী শপিং এ?আমরা সবাই বেঁচে থাকব এই সুন্দর পৃথিবী টে,মা বাবা ভাই বোন বন্ধুদের ভালোবাসা মেখে। শুধুমাত্র টাকা নেই বলে একটা অমিত সম্ভাবনার মানুষ মৃত্যুকে আলিঙ্গন করবে আমাদের চোখের সামণে!ক্ষমা করতে পারব তো এরপর নিজেকে?দাঁড়াতে পারব তো নিজের সামনে নিজে মাথা উঁচু করে কোনদিন?আল্লাহ না করুক কোনদিন যদি আমার এমন বিপদ হয় সেদিন কি আমি নিজের ভাগ্যকে দোষ দিতে পারব?প্লিজ বাঁচান আমাদের বন্ধুটিকে। আপনার একটু মানবতাবোধ বাঁচিয়ে রাখতে পারে আমাদের বন্ধুটিকে এই আশ্চর্য সুন্দর পৃথিবীতে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.