আমাদের কথা খুঁজে নিন

   

আমন্ত্রণ পত্র: ‘নারী চলচ্চিত্র নির্মাতাদের চলচ্চিত্র উৎসব ২০১৩’ এর উদ্বোধনী অনুষ্ঠানের...

কোনো জটিলতা নেই তবুও জটিলতর শেষ বিকেলের রোদ

প্রিয়জন আপনাকে শুভেচ্ছা। আপনাকে আমন্ত্রন জানাচ্ছি বাংলাদেশ শিল্পকলা একাডেমী এবং ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি যৌথভাবে আয়োজিত ‘নারী চলচ্চিত্র নির্মাতাদের চলচ্চিত্র উৎসব ২০১৩’ এর উদ্বোধনী অনুষ্ঠানে। ১৯৭২ সাল থেকে অদ্যাবধি বাংলাদেশের নারী নির্মাতাদের নির্মিত কাহিনী, প্রামাণ্য এবং স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের মধ্য থেকে নির্বাচিত চলচ্চিত্রগুলো নিয়ে ৬ দিনের এই উৎসবের আয়োজন করা হয়েছে। এই উৎসবে ২২ জন নারী নির্মাতার ৩১টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। একই সাথে উৎসবের উদ্বোধনী দিনে প্রথমবারের মতো বাংলাদেশের নারী নির্মাতাদের সংবর্ধনা এবং সম্মাননা ক্রেস্ট প্রদান করবে বাংলাদেশ শিল্পকলা একাডেমী এবং ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি।

আগামী ৬ অক্টোবর, রবিবার, বিকাল ৫টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় চিত্রশালা মিলনায়তনে উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন ভাস্কর ফেরদৌসি প্রিয়ভাষিনী। তিনি উৎসবের উদ্বোধন করবেন এবং নারী নির্মাতাদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দিবেন। এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন অগ্রজ চলচ্চিত্রকার মোরশেদুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক নাট্যজন লিয়াকত আলী লাকী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করবেন ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটির সভাপতি বেলায়াত হোসেন মামুন।

উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা এবং সম্মাননা ক্রেস্ট প্রদানের পর উৎসবের উদ্ধোধনী চলচ্চিত্র হিসেবে প্রদর্শিত হবে তারেক মাসুদ ও শামীম আখতার নির্মিত স্বল্পদৈর্ঘ্য কাহিনীচিত্র ‘সে’ এবং তারেক মাসুদ ও ক্যাথরিন মাসুদ নির্মিত প্রামাণ্যচলচ্চিত্র ‘মুক্তির গান’। উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে আপনার স-বান্ধব উপস্থিতি আমাদের প্রাণিত করবে।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৩ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।