আমাদের কথা খুঁজে নিন

   

ব্যস্ত সড়কে ড্রোন দুর্ঘটনা

বিজ্ঞান ও প্রযুক্তি সংবাদবিষয়ক ওয়েবসাইট দি ভার্জ এক প্রতিবেদনে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের নীতিমালা অনুযায়ী, জনবহুল এলাকা বিশেষত শহর এলাকায় ব্যক্তিগত ড্রোন চালানো আইনত নিষিদ্ধ।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ম্যানহ্যাটনের পূর্বাঞ্চলে এক পথচারীর পাশে একটি ড্রোন বিধ্বস্ত হয়ে মাটিতে পড়ে যায়। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে প্রশ্ন উঠেছে পথচারীদের নিরাপত্তা নিয়ে। ওই পথচারি পড়ে থাকা তিন পাউন্ড ওজনের হেলিকপ্টারের একটি মেমোরি কার্ড পান।

সেটি নিয়ে ছুটে যান স্থানীয় এবিসি নিউজ স্টেশনে।
এ ধরনের ঘটনায় তিনি দুর্ঘটনার শিকার হতে পারতেন এমন ধারণায় আইনানুগ ব্যবস্থার জন্য স্থানীয় পুলিশের সঙ্গে যোগাযোগ করেন। জানানো হয়, এমন ঘটনায় পাইলটকে অভিযুক্ত করার কোনো আইন নেই। এমনকি তা প্রচলিত আইনও লঙ্ঘন করেনি।
তবে সৌখিন গবেষকরা ৪০০ ফুটের বেশি উচ্চতায় ড্রোন উড়াতে পারবে না ও জনবহুল এলাকায় ড্রোনগুলো ব্যবহার করা যাবে না বলে আইনে উল্লেখ রয়েছে বলে জানিয়েছে ভার্জ।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।