আমাদের কথা খুঁজে নিন

   

মাধুরীর জন্যই ‘দেড় ইশকিয়া’

ব্ল্যাক কমেডি ধাঁচের থ্রিলার সিনেমা ‘দেড় ইশকিয়া’ হল ২০১০ সালে মুক্তি পাওয়া ‘ইশকিয়া’ সিনেমার সিকুয়েল। এই সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করবেন মাধুরী দীক্ষিত, আরশাদ ওয়ার্সি, নাসিরুদ্দিন শাহ এবং হুমা কুরেশি।
২০১০ সালে মুক্তি পাওয়া ‘ইশকিয়া’ সিনেমায় মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন বিদ্যা বালান। এই সিনেমার জন্য তিনি সে বছর কয়েকটি প্রতিষ্ঠানের কাছ থেকে সেরা অভিনেত্রীর পুরস্কার পান।
‘দেড় ইশকিয়া’তে বেগম চরিত্রে অভিনয় করবেন মাধুরী।

আর নির্মাতারা জানালেন, চরিত্রটি লেখার সময় একমাত্র মাধুরীর কথাই ভেবেছেন তারা। আমেরিকা থেকে ফিরে ভারতে পাকাপাকিভাবে বসত গড়ার পর থেকে সবসময়ই মাধুরীর সঙ্গে যোগাযোগ রেখেছিলেন নির্মাতা বিশাল ভরদ্বাজ।
এ বিষয়ে ‘দেড় ইশকিয়া’র পরিচালক চওবে বলেন, “এই চরিত্রটি লেখা হয়েছিল মাধুরীর জন্যই। তিনি অভিনয় করবেন বেগমের ভূমিকায়। বিদ্যার চরিত্রটি এমনভাবে শেষ হয়েছে, যা নতুন করে চালিয়ে যাওয়ার মতো কিছু নেই।

তাই ‘দেড় ইশকিয়া’তে বিদ্যাকে রাখার কোনো উপায় ছিল না। ”
তবে বিদ্যা না থাকলেও নিজেদের পুরনো চরিত্রে ফিরবেন আরশাদ ওয়ার্সি এবং নাসিরুদ্দিন শাহ। ‘দেড় ইশকিয়া’ মুক্তি পাবে ২০১৪ সালের ৩১ জানুয়ারি।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।