আমাদের কথা খুঁজে নিন

   

মধ্যপ্রাচ্যে ঈদ ১৫ অক্টোবর

সৌদি আরবের সুপ্রিম কোর্টের বরাত দিয়ে আল অ্যারাবিয়া অনলাইন জানায়, শনিবার সেখানে চাঁদ দেখা গেছে। সেই হিসাবে ১০ জিলহজ, অর্থাৎ ১৫ অক্টোবর  সেখানে কোরবানির ঈদ হবে।
এর আগের দিন, অর্থৎ ১৪ অক্টোবর সারা বিশ্ব থেকে সৌদি আরবে জড়ো হওয়া হাজিরা আরাফাতের ময়দানে অবস্থান করবেন। ঈদের সকালে কোরবানির মধ্য দিয়ে শেষ হবে তাদের হজের আনুষ্ঠানিকতা।  
বাংলাদেশে কবে কোরবানির ঈদ উদযাপিত হবে তা নির্ধারণে রোববার সন্ধ্যায় বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি।

   
এদিন জিলহজের চাঁদ দেখা গেলে ১৬ অক্টোবর এবং না দেখা গেলে তার পরদিন ঈদ উদযাপন করবে বাংলাদেশের মানুষ।  
সাধারণত সৌদি আরবের এক দিন পর বাংলাদেশসহ ভারতীয় উপমহাদেশে ঈদ ও  রোজা পালিত হয়।
মুসলমানদের সবচেয়ে বড় এই ধর্মীয় উৎসবে পশু কোরবানি দেয়া হয়, যার মধ্য দিয়ে নিজের ভেতরের কলুষতাকে বর্জন এবং সৃষ্টিকর্তার সন্তুষ্টি লাভই ইসলামের শিক্ষা।
রোববার ইসলামিক ফাউন্ডেশনে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় সভাপতিত্ব করবেন ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী ও কমিটির সভাপতি মো. শাহজাহান মিয়া।
বাংলাদেশের আকাশে কোথাও চাঁদ দেখা গেলে তা টেলিফোনে ৯৫৫৯৪৯৩, ৯৫৫৯৬৪৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ ও ৯৫৫৮৩৩৭ অথবা ৯৫৬৩৩৯৭ নম্বরে ফ্যাক্স করে জানাতে অনুরোধ করেছে ইসলামিক ফাউন্ডেশন।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.