আমাদের কথা খুঁজে নিন

   

মধ্যপ্রাচ্যে ঈদ ১৫ অক্টোবর

জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে এবার ঈদুল আজহা উদযাপিত হবে ১৫ অক্টোবর। গতকাল শনিবার সেখানে চাঁদ দেখা গেছে। সেই হিসাবে ১০ জিলহজ, অর্থাৎ ১৫ অক্টোবর  সেখানে কোরবানির ঈদ হবে। সৌদি আরবের সুপ্রিম কোর্টের বরাত দিয়ে খবরটি জানিয়েছে আল অ্যারাবিয়া অনলাইন।

এদিকে, বাংলাদেশে কবে কোরবানির ঈদ উদযাপিত হবে তা নির্ধারণে রবিবার সন্ধ্যায় বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি। এদিন জিলহজের চাঁদ দেখা গেলে ১৬ অক্টোবর এবং না দেখা গেলে তার পরদিন ঈদ উদযাপন করবে বাংলাদেশের মানুষ। সাধারণত সৌদি আরবের এক দিন পর বাংলাদেশসহ ভারতীয় উপমহাদেশে ঈদ ও  রোজা পালিত হয়। 

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.