আমাদের কথা খুঁজে নিন

   

রূপকথায় কেনো 'ধর্ষণ' শব্দটা থাকে না?

যখন বিকাল হতে থাকে, হতে হতে সূর্যটা ঢলে পড়ে, পড়তে থাকে রূপকথার গল্প শুনে সে অবাক চোখে তাকায়। অনবরত এটা সেটা প্রশ্ন করে বাবা মায়ের মাথা নষ্ট করে ফেলে। প্রতিদিন চকলেট চাই। আরো চাই বার্বি পুতুল। সারাদিন ৫ বছরের মেয়েটি দুরন্ত ছুটে চলে, উড়ে বেড়ায়, পরীর মত।

সেই মেয়েটিকে ধর্ষণ করা হলো ছ'মাস আগে। ধর্ষক ধরা পড়লো, জেলে গেলো। ছ'মাস পরে জামিন পেয়ে সেই মেয়েটিকেই আবার ধর্ষণ করলো এবং তারপর হত্যা করলো। রূপকথার গল্প শুনে, চকলেট খেয়ে দাত লাল করে, বার্বি পুতুল নিয়ে রাতে ঘুমুতে যাওয়া পরীটি ব্রাক স্কুলের নকশা করা ফ্লোরে যে পেনসিল ভেঙে পেটমোটা ভল্লুক আঁকতো সে দুরন্ত গতিতে হারিয়ে গেলো। শিশুটির কতটা শব্দ জানা ছিলো? একটা সাধারণ মানুষের কত শব্দ জানা থাকে? ঐ শিশুটি ৫ বছরে কি পাঁচ হাজার শব্দ শিখেছিলো? তার জানা শব্দের মধ্যে কি 'ধর্ষণ', 'হত্যা', ইত্যাদি ছিলো? কন্যা শিশু জন্মের পরেই তাকে শেখাতে হবে 'ধর্ষণ' শব্দটি।

তাকে অনবরত মনে করিয়ে দিতে হবে এই বলে 'যে পৃথিবীতে তুমি এসেছো এখানে তোমাকে লড়তে হবে ধর্ষণের বিরুদ্ধে, যেকোনো সময়ে তুমি ধর্ষণের শিকার হতে পারো, যে কেউ তোমাকে ধর্ষণ করতে পারে'! সংবাদ সূত্র, প্রথম আলো, ১৪ই জানুয়ারী: ধর্ষণের চেষ্টা মামলায় জামিন পেয়ে সেই শিশুকে ধর্ষণ ও হত্যা ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।