আমাদের কথা খুঁজে নিন

   

Walton F2 না Symphony W68 কনফিউশন এ আছেন? আপনার কনফিউশন দূর করতে এই সপ্তাহের শেষে আসছে Walton primo F3

বর্তমান বাজারে কম দামের মধ্যে মোবাইল কিনবেন এমন অনেকেই আছেন যারা কনফিউশনে আছেন Walton F2 নাকি Symphony W68 কিনবেন । দুইটা মোবাইল এর মধ্যে তুলনা করলে দেখা যায়, একদিকে Walton F2 এর ক্যামেরা ভাল না আবার অন্য দিকে Symphony W68 এর মোশন সেন্সর নেই । দুইটা মোবাইলেই একটা করে খারাপ দিক আছে । এমন দুইটা ফিচার স্মার্টফোনে না থাকলে কনফিউশনে পরাটাই স্বাভাবিক ।
তাই ওয়ালটন আপনাদের কনফিউশন দূর করতে এই সপ্তাহের শেষে আনছে - Walton F3.

Walton F3 এর ফিচার গুলো দেখে নিন । Walton F3 এবং Walton F2 এর ফিচার প্রায় সবই এক শুধু উল্লেখযোগ্য যে দুটি পরিবর্তন এনেছে Walton F3 তে তা হল, স্ক্রীন সাইজ ৪.৫ ইঞ্চি এবং ক্যামেরা ৫ মেগাপিক্সেল

সোর্স: http://www.techtunes.com.bd/     দেখা হয়েছে ৩১৩ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।