আমাদের কথা খুঁজে নিন

   

WALTON দেশীয় পণ্য

আমার প্রাইভেট কার বা মোটর সাইকেল সম্বন্ধে তেমন ধারনা নেই তারপরেও আমার ভাবনা টা শেয়ার করছি। প্রতিবেশি দেশ ভারতের টাটা গ্রুপের বিভিন্ন মূলের গাড়ির ব্যাবসা ভালোই চলছিল এই অবস্তায় তারা ১ লাখ রুপির ন্যানো গাড়ি বের করার চালেঞ্জ নিতে বাদ্ধ ছিলনা। তারা বলেছে ভারতের মধ্যবিত্তের প্রতি লক্ষ রেখেই এই চালেঞ্জ তারা গ্রহণ করেছে এবং তা মদ্ধবিত্তের মাঝে আলোড়ন তুলেছে। যা ছিল একটি জুয়া বা লাভ লোকসানের খেলা তারপরেও তারা এই চালেঞ্জ কে গ্রহণ করেছে । এখনো সময় হয়নি লাভ লোকসানের ফল নির্ধারণ করার।

এই ন্যানো গাড়ি নেপালেও আলোড়ন তুলেছে। এবার টাটা ৩৫ হাজার রুপিতে দোতলা ন্যানো ঘর তৈরি করেছে। তার মানে বাবসায় চমক বাদেও ভালো কোন লক্ষ তাদের থাকতেও পারে যেহেতু তারা বাবসায়ি বাদেও এই সমাজেরই মানুষ। --------------------------------------------------------------------------------আমিও এক জন বাংলাদেশী হিসেবে উৎসাহী হয়েছিলাম যখন দেখলাম WALTON দেশীয় পণ্য এর প্রচারণা তারপর আশা করতে লাগলাম ২০১১-২০১২ বাজেটে যখন ভিনদেশী মোটর সাইকেল ও ফ্রিজ এ লাগাম লাগানো হবে তখন আমরাও কিছু পাওয়ার আশা করতে পারবো বা আশার কথা শুনতে পাবো যেহেতু যাত্রা সবে শুরু। --------------------------------------------------এক বন্ধুর সাথে আড্ডা দিতে দিতে WALTON এর শোরুমের সামনে এসে পরলাম তখন বন্ধুটি বলল আমি একটা ফ্রিজ কিনতে পারি চলেন দেশি ব্র্যান্ড দেখি আসি আমিও বললাম চলুন।

শোরুমে মোটর সাইকেল টিভি ফ্রিজ একটার পর একটা দেখতে লাগলাম মুগ্ধ নয়নে, দেশিও বলে কথা। তো মোটর সাইকেলের দাম সম্পর্কে সেলস ম্যান কে জিজ্ঞাসা করতেই বুজতে পারলাম বিদেশি মোটর সাইকেলের দাম বাড়ানো হয়েছে কিন্তু দেশিও পণের দাম কমানো হয়নি অর্থাৎ দেশিও পণ কিনতে বাদ্ধ করা আরকি যাই হোক ভাবতে ভাবতে এগিয়ে গেলাম দুজনে, একটা ফ্রিজের সামনে যেয়ে বন্ধুটি ফ্রিজের হ্যান্ডল ধরে টান দিলো কিন্তু ফ্রিজের দরজাটা না খুলে হ্যান্ডলটার নিচের অংশ খুলে গেলো। তখন এক সেলস ম্যান আরেক জন কে বলছে ওই সুপার গ্লু টা নিয়ে আসতো। বন্ধু বললেন চলেন স্যামসাঙ এর শোরুমে যাই। ----------------আমার আশা দুর্বল হয়ে পড়েনি আমার স্বপ্নও হোঁচট খায়নি।

আমরা এখন জাহাজ রপ্তানিকারি দেশ। এমনিভাবে আজ WALTON শুরু করেছে কাল যখন আরেকটি দেশীয় কমপানি আসবে তখন প্রতিযোগিতাই মান নিদ্ধারন করে দিবে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।