আমাদের কথা খুঁজে নিন

   

পিরোজপুরে বন্দুক যুদ্ধে ডাকাত সরদার নিহত

পিরোজপুরে গোয়েন্দা পুলিশের সাথে বন্দুক যুদ্ধে জেলার কুখ্যাত ডাকাত সরদার ওয়াহেদ নিহত হয়েছে। এ ঘটনায় ৩ জন পুলিশ সদস্য আহত হয়েছে বলে দাবী পুলিশের।

আজ বুধবার ভোর রাত সাড়ে ৩ টার দিকে শহরতলীর চালনা নামাজপুর এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে একটি দেশীয় বন্দুক ও গুলির খোসা উদ্ধার করেছে। নিহত ডাকাত সরদার ওয়াহেদ সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের কালিকাঠী গ্রামের বাসিন্দা।

কুখ্যাত এ ডাকাতের বিরুদ্ধে একাধিক হত্যার অভিযোগ রয়েছে।

গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, রাত ৩ টার দিকে ডাকাত সরদার ওয়াহেদ তার দলবল নিয়ে চালনা নামাজপুর এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল এমন খবর পেয়ে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল নামাজপুর এলাকার দিকে অগ্রসর হয়। পুলিশের দল চলনা ব্রিজের কাছে পৌছালে ট্রলার যোগে আসা ডাকাতরা পুলিশকে লক্ষ করে এলোপাতাড়ি গুলি করে। এসময় পুলিশও পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে ডাকাত দল ট্রলার নিয়ে পালিয়ে যায়।

গুলির শব্দ পেয়ে এলাকাবাসী এবং খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ব্রিজের পাশে কলা ক্ষেত থেতে ডাকাত সরদার ওয়াহেদের গুলি বিদ্ধ মৃত দেহ উদ্ধার করে।

সোর্স: http://www.bd-pratidin.com/

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।