আমাদের কথা খুঁজে নিন

   

ফকিরাপুলে ফ্ল্যাটে বিস্ফোরণ

রাজধানীর ফকিরাপুলের পানির ট্যাঙ্কির কাছের ছয়তলা একটি বাড়িতে আজ বুধবার বিস্ফোরণ ঘটেছে। এতে কয়েকজন আহত হয়েছেন। তবে তাঁদের পরিচয় জানা যায়নি।

বিস্ফোরণের পর ওই বাড়িটিসহ আশাপাশের এলাকা ঘিরে রেখেছে পুলিশ। ওই বাড়ির পঞ্চম তলার একটি ফ্ল্যাটে হঠাত্ বিস্ফোরণ ঘটে।

ওই বিস্ফোরণ কীভাবে ঘটল, তা বিস্তারিত কিছু জানাতে পারেনি পুলিশ।  

ছয়তলা ওই ভবনের মালিক কামরুন্নাহার। তিনি প্রথম আলো ডটকমকে জানান, চলতি মাসের ১ তারিখে জামাল উদ্দিন নামের এক ব্যক্তি ফ্লাটটি ভাড়া নেন। তাঁর সঙ্গে আরও দুজন থাকতেন। এই ফ্ল্যাটের আগের ভাড়াটিয়া জামাল উদ্দিনকে নতুন ভাড়াটিয়া হিসেবে দিয়ে যান।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণের পর রক্তাক্ত অবস্থায় ওই বাসা থেকে তাঁরা জামাল উদ্দিনকে বেরিয়ে যেতে দেখেছেন। তাঁরা এ কথা পুলিশকেও জানিয়েছেন।

ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার মাছুদুর রহমান প্রথম আলো ডটকমকে বিস্ফোরণের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।