আমাদের কথা খুঁজে নিন

   

ঢাকার ফকিরাপুলে বাড়িতে বিস্ফোরণ

বুধবার সন্ধ্যায় বিস্ফোরণের পর ওই বাড়িটিসহ আশাপাশের এলাকা ঘিরে রেখেছে পুলিশ। কীভাবে ওই বিস্ফোরণ ঘটেছে, সে বিষয়ে কিছু তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।
ঢাকা মহানগর পুলিশের মতিঝিল বিভাগের অতিরিক্ত উপ কমিশনার মেহেদী হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ১৯০/বি বাসার চতুর্থ তলায় বিস্ফোরণ ঘটে।
এলাকাবাসী একজনকে রক্তাক্ত অবস্থায় ওই বাসা থেকে বেরিয়ে যেতে দেখার কথা পুলিশকে জানিয়েছে।
ছয়তলা ওই ভবনের মালিক কামরুন্নাহার।

তিনি পুলিশকে জানিয়েছেন, এই মাসের ১ তারিখে জামাল উদ্দিন নামে এক ব্যক্তি ফ্লাটটি ভাড়া নেন। তার সঙ্গে আরো দুজন থাকত।
তবে তারা কী করতেন বা তাদের পূর্ণাঙ্গ পরিচয় কী, পুলিশ তাৎক্ষণিকভাবে তা জানাতে পারেনি।
ঘটনার পর থেকে ওই বাড়িতে কাউকে ঢুকতে দিচ্ছে না পুলিশ। পুলিশের বিস্ফোরক বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে গেছে।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।