আমাদের কথা খুঁজে নিন

   

হ্যালো ডক্টর

প্রশ্ন : আমি বিবাহিত। এক সন্তানের মা। বয়স ৩২। এ বয়সেই কপালে সূক্ষ্ম বলিরেখার সৃষ্টি হয়েছে। তা ছাড়া মুখে আছে বয়সের চিহ্ন।

এতে আমার মুখশ্রী নষ্ট হয়ে গেছে। - মিসেস সালমা বেগম, ধানমণ্ডি, ঢাকা।

উত্তর : আপনার কপালে সৃষ্ট রেখাগুলোকে ইংরেজিতে বলা হয় রিঙ্কলস। অত্যাধুনিক 'মেসোথেরাপি'র মাধ্যমে কোনো পাশর্্বক্রিয়া ছাড়াই আপনার কপালের বলিরেখাগুলোর খুব সহজেই নিমর্ূল করা সম্ভব।

প্রশ্ন : আমি বিবাহিত।

২ সন্তানের পিতা। বয়স ৩৪। দাম্পত্য জীবনে সমস্যায় আছি। সমাধান চাচ্ছি। -ফজলু, বান্দরবান।

উত্তর : সম্ভবত আপনার মধ্যে পুরুষত্বহীনতা সৃষ্টি হয়েছে। আপনার দেহের সেঙ্-হরমোনের ভারসাম্যহীনতা রক্ত পরীক্ষার মাধ্যমে শনাক্ত করে কোনো পাশর্্বক্রিয়া ছাড়াই বৈজ্ঞানিক চিকিৎসার মাধ্যমে সুস্থ হওয়া সম্ভব।

প্রশ্ন : বারবার সাবান ব্যবহারে আমার মুখের ত্বক শুষ্ক হয়ে যায়। এমনকি ত্বকে খসখসে ভাব চলে এসেছে। ডাক্তার সমস্যাটি নিরসন করতে পারছেন না।

-আলপনা, কুমিল্লা।

উত্তর : বারবার সাবান ব্যবহারে উৎপাদিত সেবাম পরিষ্কার হয়ে যায়। এতে ত্বক শুষ্ক হয়ে পড়ে। অভিজ্ঞ ত্বক বিশেষজ্ঞের পরামর্শ নিন।

প্রশ্ন : আমি বিবাহিত।

বয়স ৪১। আমার মুখের ত্বকের অসংখ্য চ্যাপটা অাঁচিল হয়েছে। এতে আমি বেশ হতাশ। -বিবেশ চন্দ্র সাহা, ঢাকা।

উত্তর : অাঁচিলগুলো সম্ভবত ভেরুকাপ্লানা।

লেজার সার্জারির মাধ্যমে মাত্র কোনো পাশর্্বক্রিয়া ছাড়াই অাঁচিলগুলো স্থায়ীভাবে নিমর্ূল করা সম্ভব।

উত্তরদাতা : ত্বক ও যৌনরোগ বিশেষজ্ঞ, সিনিয়র কনসালটেন্ট,

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা। ফোন : ৯৩৪২২১৯

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।