আমাদের কথা খুঁজে নিন

   

কি হচ্ছে ২৫ অক্টোবর?



অফিসে কাজ করছিলাম। হঠাৎ মনে পড়ে গেল ২০০৬সালের ২৮ অক্টোবরের কথা। সেদিনও এদেশে সরকার ছিল, পুলিশ ছিল। কিন্তু সবাই ছিল নীরব দর্শক। আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত, বামদলগুলো সেদিন ইচ্ছে মতো মনের ঝাল মিটিয়ে মারামারি করেছে।

মজার বিষয় ছিল লগি বৈঠা নিয়ে মারামারি। যদিও অত্যান্ত মর্মান্তিক ওই ঘটনায় বেশ কয়েকজন মারা যায়। তারপরও আমরা সেকথা ভুলে দেছি। সাত বছর আগের ঘটনা। ওই ঘটনার সুত্র ধরেই এসেছিল জরুরি অবস্থা।

হয়রানি হয়েছিল সবদলের রাজনৈতিক নেতারা। এবার আবার সেই ধরণের ঘটনার পুনরাবৃত্তি হতে যাচ্ছে ২৫ অক্টোবর। মাস ঠিক আছে। তারিখ দুদিন আগে। ইতোমধ্যেই বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট ঘোষণা দিয়েছে ২৪ অক্টোবরের মধ্যে তত্ত্বাবধায়ক দাবি না মানলে ২৫ তারিখ থেকে সরকার পতনের আন্দোলনে যাবে।

অন্য দিকে সরকার পক্ষ ২৫ তারিখে ঢাকায় সমাবেশ ডেকেছে। তারাও হুমকী দিয়েছে ২৫ তারিখের পর তারা মাঠে থাকবে। অর্থাৎ আমরা আশঙ্কা করতে পারি সংঘাত অনিবার্য। এ নিয়ে ব্লগার ভাইদের মতামত চাচ্ছি। আসলে কি হতে যাচ্ছে।

এটা আমাদের জন্য কতটা ক্ষতিকর। এই সমস্যার সমাধানে কি হওয়া উচিত, কি করা উচিত?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.