আমাদের কথা খুঁজে নিন

   

অসহায় এ জীবন



এমনিতেই নিজেকে অনেক অসহায় মনে হয় সব সময় । অসহায়ত্বের পরিমানটা আরোও বেড়ে যায় ঈদ এলে । কেমন যেন ঈদের সময় মনটা অনেক ছোট হয়ে থাকে । নিজেকে বুঝাতে পারিনা , সব সময় চোখের পানি টলমল করে । সঠিক কারণ এর খুজে পাইনা ।

তারপরও চেষ্টা করি মন প্রান দিয়ে যাতে করে আমার এ কারণে কেউ কষ্ট না পায় । ছোট কাল থেকেই এ অবস্থা আমার । এখন বড় হয়েছি , দুটো বাচ্চা আছে তারপরও আমার অসহায়ত্বের ব্যপারটা দূর হলনা । হয়তবা আর হবেও না , মাঝে মধ্যে মনে হয় যদি অনেক গুলো টাকার বস্তা নিয়ে বসে থাকতে পারতাম আর যার যত লাগে দিতে পারতাম তাহলে হয়তবা একটু শান্তি পেতাম মনের মধ্যে । ঈদ এলে বেশী করে বুঝা যায় মানুষের টাকার কি প্রয়োজন ।

যখন দেখি একজন মানুষের চাহিদা পূরন হচ্ছেনা তখন আমার বেশী করে মনটা খারাপ হয় । যদি পৃথিবীর সব মানুষের চাহিদা পূরন করতে পারতাম হয়তবা তাহলে আমার অসাহয়ত্বটা আর থাকত না । আল্লাহ সবাইকে সুন্দর ও সুস্থ রাখুন । আল্লাহ হাফেজ আরিফুল ইসলাম টিটু

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.