আমাদের কথা খুঁজে নিন

   

অসহায় আমরা



রাত শেষে আসে ভোর, নুতনের আহবানে। কিন্তু আমরা পরে থাকি সেই পুরাতন ধারনা নিয়ে। আমরা কেড়ে নিচ্ছি শিশুদের শৈশব। শহর এ যারা থাকে তারা সব ভুলে অসুস্থ এক প্রতিযোগিতায় মেতেছে। নাগরিক সুবিধার "ন" ও না থাকলেও এক শ্রেনীর বিপুল সঙ্খক মানুষ ছুটে আসছে ঢাকা শহরে ।

এক সময়ের প্রান চঞ্চল গ্রাম এখন মৃত্যু পুরি বল্লেও ভুল হবে না । আকাশ সস্কৃতির কারনে যুগের সাথে তাল মেলাতে গিয়ে কখন যে আমরা নিজেদের ভুলে বসে আছি টেরই পাইনি। থানা থেকে শুরু করে প্রায় সব সরকারি অপিস সাধারন মানুষ এর কাজে না এসে কখন যে এক বিশেষ শ্রেনীর সুজগ সুবিধা প্রদানে নিয়োযিত হইছে তা বুঝতেই পারিনি। এখন অনিয়োমি আমাদের কাছে নিয়োম। এসব সহ্য করতে করতে কঅখন যে আমরা এত সহনশীল হইছি জানিনা।

ঘন্টার পর ঘন্টা জ্যাম এ বসে থেকেও আমরা প্রতিবাদী হয়ে উঠিনা। উল্টো ওই সময় আমরা দিবা নিদ্রা সেরে নেই। কেউ কি জাগাবে না এই ঘুম থেকে আমদের?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.