আমাদের কথা খুঁজে নিন

   

অদ্ভুত সুন্দর একটা ঘটনা প্রত্যক্ষ করলাম ।

দূর্বোধ্যতা নয়, প্রাঞ্জলতা বা সহজবোধ্যতাই হোক রচনার ধর্ম ।

১. প্রায়ই যা হয়, নামাজে দেরী করে গেলাম । মসজিদে লোক সংকুলান না হওয়ায় মসজিদের বাহিরেও কার্পেট বিছিয়ে দেয়া হয়েছে । উপরে ছাউনি আছে, রোদে কষ্ট করতে হবেনা নিশ্চিত হওয়ার পর, শুকরিয়া আদায় করতে করতে সুন্নত পড়তে দাড়িয়ে গেলাম । খুদবা শোনার সময় পেলাম দুইএক মিনিট ।

তারপর মূল নামাজ শুরু হল । দুই রাকাত নামাজ শেষে যখন সালাম ফিরানো শেষ হল, বা দিকে তাকিয়ে দেখি আমারই বয়সি সুদর্শন এক তরুণ মাটিতে সিজদাহ করছে । অজুস্থানের পাশে জায়গাটা পাক ছিল কিল কিনা সেটা একটা বিষয় বটে, কিন্ত তার প্রচেষ্টা ছিলতো... ভাব দেখিয়ে সে ফিরেও যেতে পারতো । যায়নি । ব্যাপারটা বেশ ভাবিয়েছে ।

২. আমার ঠিক পাশেই আবার ৩৩-৩৫বছর বয়সি একজনের মোবাইলে শব্দ করে বেজে উঠলো ‘VengaBoys’ এর গানের টোন । তিনি তারপরও সতর্কতা অবলম্বন করার প্রয়োজন মনে করেননি । দাড়িয়ে গেলেন পরের চার রাকাত নামাজ পড়তে । ফলস্বরূপ নামাজ আদায়রত অবস্থায় আবার ফোন এল । লক্ষ্য করুন, দ্বিতীয় লোকটি হচ্ছে আমাদের সমাজ ব্যবস্থার প্রতিচ্ছবি ।

আর প্রথম ছেলেটি হচ্ছে পরিবর্তনের আশার প্রদীপ । একদিন পরিবর্তন হবে রে ভাই । মূর্খ, বিবেকহীনরা শত বছর ধরে বেঁচে থাকবে না । যোগ্যরা একদিন দায়িত্ব কাঁধে নিবে । সেদিন হয়তো আমরা থাকবো না ।

এই প্রকৃতি থাকবে, তারা সাক্ষী হবে । বৃদ্ধ গাছগুলো কানাকানি করে প্রশংসা করবে ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.