আমাদের কথা খুঁজে নিন

   

জানুয়ারিতে গ্যালাক্সি এস৫

সম্প্রতি বাঁকানো ডিসপ্লেযুক্ত ‘গ্যালাক্সি রাউন্ড’ নামের স্মার্টফোন বাজারে আনার পরিকল্পনার কথা জানিয়েছে দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠান স্যামসাং। তবে এর আগেই ২০১৪ সালের জানুয়ারি মাসে গ্যালাক্সি সিরিজে নতুন স্মার্টফোন ‘এস৫’ বাজারে আনতে পারে প্রতিষ্ঠানটি।
বাজার বিশ্লেষকদের বরাতে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশেবল জানিয়েছে, বর্তমানে বাজারে থাকা গ্যালাক্সি এস৪ স্মার্টফোন বিক্রিতে লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে স্যামসাং। তাই বাজারে দ্রুত নতুন স্মার্টফোন আনতে কাজ করছে প্রতিষ্ঠানটি।
এদিকে, প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট সিনেটের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৪ সালের এপ্রিল মাসনাগাদ ধাতব কাঠামোর গ্যালাক্সি এস৫ বাজারে আনতে পারে স্যামসাং।

এ স্মার্টফোনটির অপারেটিং সিস্টেম হিসেবে অ্যান্ড্রয়েড কিটক্যাট বা টাইজেন ব্যবহার করার সম্ভাবনা রয়েছে। এতে ১৬ মেগাপিক্সেলের একটি ক্যামেরা যুক্ত করার সম্ভাবনাও দেখছেন প্রযুক্তি বিশ্লেষকেরা।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টি৩-এর একটি প্রতিবেদনে বলা হয়েছে, স্যামসাং সম্প্রতি ভিয়েতনামের প্রকৌশলীদের নিয়ে ধাতব অ্যালুমিনিয়াম ও ম্যাগনেশিয়াম কাঠামোর স্মার্টফোন তৈরির বিষয়টি পরীক্ষা করে দেখছে।

১০ সেপ্টেম্বর অ্যাপলের নতুন ৬৪ বিট চিপের আইফোন ৫এস বাজারে ছাড়ার ঘোষণার পরপরই এবার ৬৪ বিট চিপের স্মার্টফোন বাজারে ছাড়ার ঘোষণা দিয়েছে স্যামসাং। অ্যাপলের সঙ্গে প্রতিযোগিতায় স্যামসাংয়ের গ্যালাক্সি এস৫ হতে পারে সেই স্মার্টফোন।

স্যামসাং ইলেকট্রনিকসের উপপ্রধান নির্বাহী শিন জং কিউন বলেন, ‘পরবর্তী সময়ে আমরা আমাদের স্মার্টফোনে নতুন এই চিপ সংযুক্ত করব, যা অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের নতুন এক অভিজ্ঞতা দেবে। ’

 

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.