আমাদের কথা খুঁজে নিন

   

পশুর দাম বেশি হওয়ায় ক্রেতারা গ্রামের হাটে

বরিশাল নগরীতে কোরবানির পশুর দাম তুলনামূলক বেশি হওয়ায় ক্রেতারা ছুটছেন গ্রামের হাটে। তাই ঈদুল আজহার আর মাত্র দুই দিন বাকি থাকলেও নগরীর পশুর হাটগুলোর তেমন একটা বেচাকেনা নেই। ফলে পশুর হাটের ইজারাদাররা লোকসানের আশঙ্কা করছেন। এ বছর নগরীর কাউনিয়া, রূপাতলী, বাঘিয়া ও পোর্ট রোডের কসাইখানা এবং সদর উপজেলার কাগাশুরা, বাকেরগঞ্জের বোয়ালিয়া, গৌরনদীর কসবা, বানারীপাড়ার গুয়াচিত্রা ও বাবুগঞ্জের মোহনগঞ্জে বড় হাটসহ জেলা ও নগরীতে বৈধ পশুর হাট ২৪টি। ৮ অক্টোবর থেকে পশুর হাটগুলোতে কিছু গরু আসতে শুরু করে। কিন্তু গতকাল পর্যন্ত নগরীর রূপাতলী সোনারগাঁও টেঙ্াটাইল মিল-সংলগ্ন হাট, পোর্ট রোড ও বাঘিয়া পশুরহাট ঘুরে তেমন ক্রেতা দেখা যায়নি। বিক্রিও ছিল হতাশাজনক। পোর্ট রোডের হাট পরিচালনা কমিটির লোকজনের আশা আজ থেকে বেচা-কেনা শুরু হবে। রূপাতলী হাটে গরু বিক্রি করতে আসা বেপারি হাসেম খান জানান, কুষ্টিয়ার উজানগাঁও ও তিথিপাড়াসহ ৭/৮টি হাট ঘুরে তারা যাচাই করে গরু এনেছেন। সেখানে গরুর দাম চড়া হওয়ায় বরিশালের বাজারেও গরুর দাম তুলনামূলক বেশি। ব্যবসায়ীরা জানান, খুলনা, রাজশাহী ও কুষ্টিয়ার হাটে গতবারের তুলনায় এ বছর উল্লেখযোগ্য সংখ্যক দেশি পশু উঠলেও দাম অতিরিক্ত হওয়ায় তারা লক্ষ্যমাত্রা অনুযায়ী পশু কিনতে পারেননি। গতবারের মতো এ বছরও নগরী ও নগরীর আশপাশের হাটগুলোতে তেমন একটা ভারতীয় গরু দেখা যায়নি। নগরীর রূপাতলী হাটে গরু কিনতে আসা আবদুল হালিম জানান, তিনি গরুর দাম দেখতে এসেছেন। কোরবানির আগের দিন গরু কিনবেন বলে মনস্থির করেছেন। বরিশালের হাটে দাম তুলনামূলক বেশি হওয়ায় বেশিরভাগ ক্রেতা ছুটছেন নগরী-সংলগ্ন গ্রামের হাটগুলোতে। সে ক্ষেত্রে সদর উপজেলার চরবাড়িয়ার নীলখোলার পাড় গরুর হাট, বাকেরগঞ্জের বোয়ালিয়া, গৌরনদীর কসবা ও বানারীপাড়ার গুয়াচিত্রা গরুর হাটসহ বাটাজোর, কাউখালী, রাজাপুর পর্যন্ত গরু কিনতে যাচ্ছেন নগরীর ক্রেতারা। বরিশাল সিটি করপোরেশনের হাট-বাজার শাখার সুপারিনটেনডেট আবুল কালাম আজাদ জানান, এ বছর নগরীতে ৪টি স্থায়ী ও ২টি অস্থায়ী হাটের অনুমোদন দেওয়া হয়েছে। এর বাইরে কোনো হাট বসলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.