আমাদের কথা খুঁজে নিন

   

মাদ্রাসার জন্য আলাদা অধিদফতর হচ্ছে

সরকারি এবং এমপিওভুক্ত মাদ্রাসাগুলো পরিচালনা, মনিটরিং ও শিক্ষকদের প্রশাসনিক কার্যক্রম সহজ করতে পৃথক অধিদফতর গঠন করা হচ্ছে। শিক্ষা মন্ত্রণালয়ে এ বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। আলাদা মাদ্রাসা অধিদফতরের সিদ্ধান্তের বিষয়টি বাংলাদেশ প্রতিদিনকে নিশ্চিত করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি বলেন, মাদ্রাসা শিক্ষকদের কথা চিন্তা করে একটি স্বতন্ত্র অধিদফতর করে মাদ্রাসাগুলো পরিচালনার জন্য সিদ্ধান্ত নিয়েছি। দীর্ঘদিন ধরে মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) অধীনেই পরিচালিত হচ্ছে মাদ্রাসা শিক্ষা। শিক্ষকদের পদোন্নতি, এমপিওভুক্তি, টাইমস্কেলসহ যাবতীয় কার্যক্রম পরিচালিত হয় মাউশি থেকে। শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট শাখার কর্মকর্তারা জানিয়েছেন, মাদ্রাসা শিক্ষা অধিদফতরের জন্য প্রায় সব প্রক্রিয়াই সম্পন্ন হয়েছে। জনপ্রশাসন এবং অর্থ মন্ত্রণালয় থেকেও অনুমোদন পাওয়া গেছে। নতুন এ অধিদফতরের মাধ্যমে দেশের ১৭ হাজার ৯০৭টি সরকারি-বেসরকারি মাদ্রাসা পরিচালিত হবে। এ অধিদফতরের জন্য ৫০টি পদও সৃষ্টি করা হয়েছে। মাদ্রাসা শিক্ষা অধিদফতরের কাজ পরিচালিত হবে শিক্ষাভবনের পঞ্চম তলা থেকেই। অল্প সময়ের মধ্যে এই অধিদফতরের জন্য আলাদা একজন মহাপরিচালকও নিয়োগ দেবে শিক্ষা মন্ত্রণালয়। এদিকে শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট শাখা থেকে জানা যায়, মাদ্রাসা অধিদফতর প্রতিষ্ঠার প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে। কিছু দিনের মধ্যে মহাপরিচালকসহ অন্য কর্মকর্তা-কর্মচারীদের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। এদিকে স্বতন্ত্র মাদ্রাসা শিক্ষা অধিদফতর গঠনের সিদ্ধান্তে বিসিএস শিক্ষা সমিতিতে অসন্তোষ বিরাজ করছে। নাম প্রকাশে অনিচ্ছুক সমিতির এক নেতা বলেন, বিসিএস শিক্ষা ক্যাডারের কর্মকর্তারাই শিক্ষা প্রশাসন চালায়। কিন্তু মাদ্রাসা অধিদফতর হলে সেক্ষেত্রে নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে।

সোর্স: http://www.bd-pratidin.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.