আমাদের কথা খুঁজে নিন

   

কোন ডাক্তার আছেন? একটু সাহায্য দরকার (সাময়িক পোষ্ট)



একটু সাহায্য দরকার। গত ৮ তারিখ থেকে হঠাৎ জ্বর। বৃহস্পতিবার পর্যন্ত ১০৪ এর ঘরে ছিল। শুক্রবার বাসার পাশের একটি ছোট হাসপাতালে গিয়েছিলাম। ওখান থেকে নিম্নোক্ত ঔষধগুলো খেতে বলা হয়েছেঃ ১) Napa 500mg (2+2+2) - জ্বর যতদিন থাকবে ২) Sandom 10mg (1+1+1) - খাবার আগে ৭ দিন ৩) Xinc B (1+0+1) - ১৫ দিন ঔষধ খাওয়ার পরপর বেশ ঘাম দিয়ে জ্বর ছেড়ে যায়।

কিন্তু কয়েক ঘন্টার ভিতর আবার বাড়তে থাকে। সমস্যা হল, হাসপাতালের ডাক্তার ছুটিতে চলে গেছে! ঢাকায় একা থাকি, তাই খুব একটা সুবিধা করতে পারছি না। সর্দি-কাশি কিছুই নেই। একদমই কিছু খেতে পারছি না, মুখে রুচি নেই। শরীর বেশ দূর্বল হয়ে আছে।

বিছানা থেকে উঠতেই কষ্ট হয়। এখন ১০১ এর উপরে তাপমাত্রা। ১৪ তারিখ বাড়ির পথ ধরতে হবে, কিন্তু একদমই শক্তি পাচ্ছি না কেউ কি কোন সলুশন দিতে পারবেন? সবমিলিয়ে বেশ খানিকটা মানষিক টেনশনে পরে গেছি কিছুক্ষণ আগে ঔষধ খেয়েছিলাম, এখন ঘাম দিয়ে জ্বর ছাড়তেছে। ভোররাতে আবার উঠবে

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.