আমাদের কথা খুঁজে নিন

   

শিবির নেতা নিহতের জেরে ৪ জেলায় হরতাল চলছে

দর্শনায় পুলিশের গুলিতে শিবির নেতা রফিকুল ইসলাম নিহতের প্রতিবাদে চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মেহেরপুর, ঝিনাইদহে জামায়াত-শিবিরের ডাকা আধাবেলা হরতাল চলছে। আজ রবিবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ হরতাল চলবে।

চুয়াডাঙ্গায় হরতালের শুরুতে আজ ভোর ৬টার দিকে হরতালকারীরা জেলার ডিঙ্গেদহ বাজারে মিছিল বের করেছে এবং টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করেছে। সকাল থেকেই দূরপাল্লায় কোনো যানবাহন ছেড়ে যায়নি। তবে আভ্যন্তরীণ রুটে ইজিবাইক ও রিকশা-ভ্যান চলাচল করতে দেখা গেছে।

অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ, ৩ প্লাটুন বিজিবি ও র‌্যাব টহল দিচ্ছে বলে জানা গেছে।

মেহেরপুরে ভোরে সদর উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আব্দুর রহিমের নেতৃত্বে চুয়াডাঙ্গা সড়কের দিনদত্ত সেতুতে অবস্থান নেয় শিবিরকর্মীরা। সেখানে তারা রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন।

এছাড়া মেহেরপুর-কুষ্টিয়া সড়কের মদনাডাঙ্গা বাজার সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করেছেন জেলা ছাত্রশিবিরের নেতাকর্মীরা। হরতালের কারণে মেহেরপুর বাসস্ট্যান্ড থেকে দূরপাল্লা বা অভ্যন্তরীণ রুটে কোনো পরিবহন ছেড়ে যায়নি।

ছেড়ে যায়নি কাঁচামালবাহী ট্রাকগুলোও। শহরসহ জেলার গুরত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।  

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.