আমাদের কথা খুঁজে নিন

   

ধর্ষকদের ফাঁসীর দাবিতে রাজশাহীতে আলোর মিছিল সমগ্র বাঙালী প্রতিবাদী হও

মানুষ হিসেবে মানুষ কে যেমন শ্রদ্ধা করি অমানুষ দের কে ততটাই ঘৃনা করি '' ধর্ষকদের জন্য একটাই আইন চাই , ৯০ দিনের মধ্যে ফাঁসী চাই । যাবজ্জীবন কিংবা জরিমানা নয় । কোন প্রকার ক্ষমা / বিশেষ ক্ষমা / সাধারণ ক্ষমা নয় । '' কয়েক দিন ধরে সামুতে অপূর্ন ভাইয়ের স্টিকি পোস্ট টা দেখি আর মনে মনে সিধান্ত নিয়ে ফেলি যে রাজশাহীতে কিছু একটা করা যাই কিনা এরই মাঝে আমিনুর ভাই আমাকে ফোন দিয়ে বললেন যে তোমাদের কে রাজশাহী থেকে কিছু করতে হবে আমার মনের সিধান্ত তখন বাস্তবে রূপ দাওয়ার ইচ্ছা করলাম আমিনুর ভাই কে বললাম ভাই আপনি আমাদের জন্য একটা ব্যানার ব্যবস্থা করেন আমি বাকি সব দেখছি এবার আমার প্রস্তুতির ছোট একটা কাহিনী, যেহতু কিছুদিন আগেই আমরা রাজশাহীর ব্লগার-রা সফল ভাবে ব্লগ ডে পালন করেছি এবং মোটামোটি ৩০ জন ব্লগার ছিলেন এবং প্রায় সকলের ফোন নম্বর সেভ করা আছে তাই ভেবেছিলাম যেকোনো কর্মসূচী পালন করলে জাস্ট একটা ডাক দিলেই হবে, প্রথমে ফোন দিলাম মুশাসি ভাই কে ভায়ের আগে থেকেই চিটাগাং এর টুর ছিল কি আর করা তবে ৩ জন কে বোলে রেখেছিল এবার একে একে সবাই কে ফোন দিলাম যাদের সাথে কথা হলো মোটামোটি সবাই সময় পেলে আসতে পারবে বলল বাস্তবে এসেছিল হাতে গনা ৫-৬ জন ( ব্লগার দের মধ্যে ) আমি গত কয়েকদিনের বিভিন্ন কর্মসূচী গুলোর আপডেট দেখে রাজশাহীতে ভালো কিছু করার প্রত্যয়ে আমার নিজের পরিচিত বন্ধু ও ছোট ভাইদের বাপার টা খুলে বলি সবাই আমার কথায় রাজি হয়ে সময় মত চলে আসে মূল আলোচনা মূল আলোচনা করার আগে আমি ব্লগার কান্ডারী অথর্ব এর কথা টি সবাই কে এবার বলতে চাই আরে ভার্চুয়ালই কি আর ধর্ষণ হয় ধর্ষণ হয় মাঠে – ঘাটে – রাজপথে । তাই একে রুখে দিতে ভার্চুয়ালই সচেতনতা তৈরি করার পাশাপাশি রাজপথেও নামতে হবে।

নতুবা ধর্ষণ একের পর এক হতেই থাকবে আর আমরা শুধু কিবোর্ড ফাটিয়ে আঙ্গুলই চুষে যাব কারন আমরা যে সুশীল সমাজভুক্ত আঙ্গুল চোষা সুশীল । আর তোমরা ধর্ষণ হতে চাইলে ধর্ষিত হও তাতে আমার কিছু যায় আসেনা ! রাজশাহী সহ সারা দেশে ধর্ষণ সহ সবধরনের নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে ভার্চুয়াল জগত থেকে রাজপথে প্রতিবাদের শান্তিপূর্ণ কর্মসূচি পালন করা শুরু হয় আমরা '' ধর্ষকদের জন্য একটাই আইন চাই , ৯০ দিনের মধ্যে ফাঁসী চাই । যাবজ্জীবন কিংবা জরিমানা নয় । কোন প্রকার ক্ষমা / বিশেষ ক্ষমা / সাধারণ ক্ষমা নয় । '' টেকনাফ থেকে তেতুলিয়া,নরপশুদের বিষাক্ত নিঃশ্বাস থেকে সমগ্র দেশের মানুষ কে জাগ্রত করতে আমাদের সাথে ভার্চুয়ালই সচেতনতা তৈরি করার পাশাপাশি রাজপথেও নামতে হবে আমাদের রাজপথের আন্দোলন মাত্রই শুরু সবাইকে রাজপথে পাশে থাকার জন্য অনুরোধ করছি বিশেষ ভাবে যাদের কথা না বললেই নয় ভুলোমন ভাই জাফর ভাই ও দিপু ভাই ।

যারা যারা এসেছিল নোমান, সৃজন , নয়ন, রাতুল বুলবুল, সাগর, আসিফ, সজীব, রিফাত রবিন, বাপ্পি, সুইট, জহরুল, গালিব, ইমন, পারভেজ, এনামুল. পাপ্পু, মাসুম, রাজু , ফিরোজ, আবেদ সহ মোট ২৯ জন তোমাদের সবাই কে ধন্যবাদ । আমাদের এই ইভেন্ট তখনই শতভাগ সফল যখন এই ধর্ষকদের ফাঁসি হবে। যখন একটা মেয়ে আর ধর্ষণ কিংবা ইভটিজিং এর শিকার হবে না। এসিড নিক্ষেপ যেভাবে বন্ধ হয়েছে ঠিক সেভাবেই যেন বন্ধ হয় ধর্ষণ এবং নারী নির্যাতন । রাজপথের আন্দোলন চলছে চলবে আমাদের ছবি  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.