আমাদের কথা খুঁজে নিন

   

দামিনী মরে নি, ধর্ষকদের শাস্তির আগে ও মরতে পারে না ।

নিপুণ লেখনীর শানিত গর্জন / লিখব আজ নিপুণ কথন একটা সুন্দরী মেয়ে দেখলেই কেন আমাদের ভেতরে অশ্লীল চিন্তা-ভাবনা শুরু হয়ে যায়? কেন আমরা মেয়েটিকে নিজের বোনের জায়গায় বসাতে পারিনা? কেন একটি অসহায় মেয়েকে হাতের কাছে পেলেই উলটা-পাল্টা কিছু করতে হয়? মেয়েটি সুন্দর এটি কি ঐ মেয়েটির দোষ? আজ ধর্ষণের স্বীকার হয়ে দিল্লির মেয়ে দামিনী মরল । মৃত্যুর আগ পর্যন্ত মেয়েটা সংগ্রাম করে গেল... সারা ভারত জুড়ে তোলপাড়, সরকারও বিপাকে । এমন নাম না জানা আরও অনেক দামিনী প্রতিদিন ধর্ষণের স্বীকার হচ্ছে শুধুমাত্র আমাদের মতো পুরুষদের লোলুপ দৃষ্টি ও বিকৃত মানসিকতার কারণে । এভাবে আর কত? আর কত বোন এভাবে জীবন দেবে? কেন আমরা মেয়েদেরকে মানুষ ভাবতে পারিনা? লজ্জাভরে পুরুষ জাতির পক্ষ থেকে আমি সেই হতভাগী মেয়েটির কাছে ক্ষমা চাওয়ার দুঃসাহস করছি । সাথে সাথে সৃষ্টিকর্তার কাছে তাঁর আত্মার শান্তি কামনা করে প্রার্থনা করছি । আর, ধর্ষকদের যেন পৃথিবীর ভয়াবহতম শাস্তি হয় এই কামনা করছি ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।