আমাদের কথা খুঁজে নিন

   

আপনাদের মতামত ও সহযোগিতা চাই!!!!!!!!!!!!!!

সামাজিক কাজে অংশ গ্রহন করতে চাই।

বাংলাদেশ সরকার এবং দেশের বিভিন্ন সংস্থা, প্রতিস্টান, বেঙ্ক, বীমা, সহ আপামর জনতা আজ একমতে উপনিত হয় " পবিত্র কোরআন শরীফ কেনা বেচা বন্ধ। দেশের প্রতিটা মসজিদে বিনামুল্লে কোরআন দেয়া হবে, প্রতিটা লাইব্রেরী থেকে যে কেউ বিনামুল্লে কোরআন সংগ্রহ করতে পারবেন। এখন থেকে পবিত্র কোরআন শরিফ কেনা/বেচা দন্ডনিয় অপরাধ" কোরআন শরিফ ছাপানোর জন্ন এবং দেশের প্রতিটা স্তানে সরবরাহ করার যাবতীয় বেয়ভার সরকার বহন করবে আর বেক্তিগত ভাবে এ উদ্দোগ কেউ নিতে পারবে না তবে চাইলে যে কেউ সরকারকে আর্থিক ভাবে সহযোগিতা করতে পারবেন। প্রতিটা কোরআন শরিফ বাংলায় অর্থ সহ ছাপান থাকবে।

সরকার এর নীতি নির্ধারক মহল কোরআন শরিফ ৫ম শ্রেনী থেকে ১০ম শ্রেনীর আবসশিক বিষয় হিসাবে অন্তর্ভুক্ত করার বিষয়টা সংসদ এ উত্থাপন করবে এবং শিক্ষক নিয়োগ, সিলেবাস প্রনয়ন,প্রশ্নপত্র নির্ধারন সহ যাবতীয় বিষয় দেশের বিশিস্ট ইসলামিক চিন্তাবিদ, মওলানাদের নিয়ে গঠিত কমিটি পর্যবেক্ষন ও পরিচালনা করবেন। যাদের মুল কাজ হবে পরবর্তি প্রজন্মকে কোরআনের আলোতে আলোকিত করা। সহি শুদ্ধ ভাবে কোরআন পড়া, কোরআন এর অর্থ বোঝা সেই সাথে প্রতিটা আয়াত অর্থসহ মুখস্থ করা । উপরোক্ত আলোচনা কাল্পনিক আর তাই বিষয়টা কতটুকু যুক্তিযুক্ত, গ্রহনযোজ্ঞ আর সময় উপযোগী এ বিষয় এ আপনার মতামত দিন। শেয়ার করুন আপনার চিন্তা।

এটি কোন রাজনৈতিক মতামত নহে। শুধু মাএ ব্যক্তিগত ধারনা, যদি এমন হতো!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.