আমাদের কথা খুঁজে নিন

   

টিনেজ প্রেমের কবিতা



টিনেজ প্রেমের কবিতা (বয়স : ১৩-১৮) তারা পড়বেন শাফিক আফতাব.................. আমায় তুমি দিতেই পারে ছোট্ট একটি কথা ভালোবাসি এই কথাটি আর একটি কবিতা। আমায় তুমি রাখতে পারো তোমার মনের কোনে সুখী তুমি করতেই পারে তোমার পেলব প্রেমে। ভালো তুমি করতে পারো এই দুষ্টু বালকেরে ঘুমায়ে তুমি দিতেই পারো তোমার মনের ঘরে। রাতের কোলে দিতেই পারো তোমার গোপণ কথা পুলক তুমি দিতেই পারে একটু নিরবতা। আমায় পেয়ে পেতেই পারে সাত রাজারি ধন আমায় তুমি করতে পারো একান্ত আপনজন। হাতের মুঠোয় দিতেই পারো খাটি প্রেমের সনদ আমায় তুমি দিতেই পারে তোমার কোমল মসনদ। দুধের সাথে কলা মেখে খাওয়াতে পারে ভাত বিশ্বাস তুমি করতে পারে মাথায় রেখে হাত। ১৪.১০.২০১২

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।