আমাদের কথা খুঁজে নিন

   

নিসঙ্গ গ্রহ

সম্প্রতি প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল এক প্রতিবেদনে জানিয়েছে, শক্তিশালী দূরবীন যন্ত্র প্যান-এসটিএআরআরএস (পিএস১)-এর মাধ্যমে গ্রহটিকে প্রথম আবিষ্কার করা হয়।
নিসঙ্গ এ গ্রহটির নাম দেওয়া হয়েছে, পিএসও জে৩১৮.৫-২২। জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন, গ্রহটি প্রায় এক কোটি বিশ লাখ বছর পুরনো এবং এর ভর বৃহস্পতির চেয়ে ছয়গুণ বেশি।
এ প্রসঙ্গে ইউনিভার্সিটি অফ হাওয়াই অ্যাট মানোয়ার ইন্সটিটিউট ফর অ্যাস্ট্রোনমির গবেষক মাইকেল লিউ জানিয়েছেন, তিনি মাঝেমধ্যেই চিন্তা করতেন, মহাশূন্যে এ রকম নিসঙ্গ বস্তু রয়েছে কি না। এখন তারা নিশ্চিত যে, এ রকম বস্তু রয়েছে।
লিউ বলেন, “আমরা এর আগে কখনও এমন কোনো গ্রহ দেখিনি, যা মহাশূন্যে নিঃসঙ্গ ভেসে বেড়াচ্ছে। এ গ্রহটির মধ্যে অন্যান্য গ্রহের সব বৈশিষ্ট্যই বিরাজমান, শুধু এর কোনো নক্ষত্র নেই, এটি একাকী ভেসে বেড়াচ্ছে এটিই পার্থক্য।”
অন্যদিকে জার্মানির ম্যাক্স প্ল্যাঙ্ক ইন্সটিটিউট ফর অ্যাস্ট্রোনমির নিয়াল ডিয়াকন এক বিবৃতিতে জানিয়েছেন, যেহেতু পিএসও জে৩১৮.৫-২২ কোনো নক্ষত্রকে কেন্দ্র করে ঘুরছে না, সেহেতু আমাদের এটি সম্পর্কে জানতে আরও সুবিধা হবে।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।