আমাদের কথা খুঁজে নিন

   

প্রেমহীন নিসঙ্গ পাঁচটি বছর..!!!

প্রতিদিনই অদ্ভুত এক ইচ্ছা জাগে আমার, ইস!আমি যদি কচ্ছপ হতে পারতাম। কি চমৎকারভাবে মাথাটা দেহের ভিতরে গুটিয়ে নিয়ে পথ চলতে পারতাম,শরীরে শক্ত একটা খোলস থাকতো, অপমান বোধটা গায়ে লাগতো না। কিন্তু নিয়তির ছকে আমি বাধা, আমি কখনো কচ্ছপ হয়ে উঠিনা। অনেকের অভিযোগ, মানুষের সাথে কম মিশি। কম কথা বলি।

আন স্মার্ট । কেউ বলে বোকা। কেউ মনে করে ভাবে থাকি। পুরো বিশ্ব যখন গ্লোবালাইজেশনের ফাঁদে বন্দী,ভার্চুয়াল দুনিয়ার থাবা যখন বাস্তবে পড়তে শুরু করছে। তখন একা থাকাটা নিতান্তই বোকামী।

এই একা শব্দটার মধ্যে কেমন যেন একটা ব্যথা, নিসঙ্গতা জড়িয়ে আছে। প্রথম জীবনের ভাঙা প্রেম আর চারপাশের বাস্তবতা দেখে নারীকে বিশ্বাস করতেও মন সাহস জোগায় না। কারণ এই শতকের নারী মায়া-মোহের জালে বারবার ঠকতে রাজি নয়। তাই নারীকে বিছানায় বিশ্বাসের পর সেই বিশ্বাসে তাসের ঘর বাঁধার বোকামি করতে চাই না। অবাধ স্বাধীনতা যে জীবনে,সেখানে চাওয়া-পাওয়া,ভাললাগা থাকা না থাকা নিয়ে কোন ক্ষোভও নেই আমার।

বরং একাই ভাল আছি। কিন্তু কেন একা থাকার বাসনা? চোখের ইশারার ফাঁদে যখন বিছানায় কাপড় তুলে ছুটে আসা নারী। সেখানে প্রেমেরই বা দরকার?? আবার এটাও তো সত্য, ভালবাসাহীন ক্ষণিকের কামনার পরে কেবলই ঘৃর্ণা আসে। যাকে মন থেকে ভালবাসা হয় না, তার সঙ্গে হয়ত শরীরের সাধ মেটানো যায়, কিন্তু তাকে নিয়ে সংসার নামক মায়াজালে জড়িয়ে কী লাভ? তারচেয়ে নারী সারাজীবন বন্ধু হিসেবে থাকুক সেটাই ভালো, জীবনের অঙ্গ হিসেবে নয়। শৈশব কৈশোর রক্ষণশীল পরিবারের নারীর মত বেড়ে উঠলেও বিশ্ববিদ্যালয় খুলে দেয় মনের প্রান্তর।

তখনই টের পাই,নারীর শরীরের প্রতি প্রবল আকর্ষণ। এটাও বুঝে গেছি, শরীরের টানে নারী পাওয়াটাও পান্তাভাত। যৌবনে অনেকবার প্রেম হয়েছে,আবার ভেঙ্গেও গেছে। তবে সে প্রেম বিছানা পর্যন্ত গড়াইনি। কখন কখন ডুবন্ত প্রেমের তরীতে নিজের সবটুকু হারিয়ে কেঁদেছিও ।

এখন বুঝি তার সবটাই ছিল আবেগ আর ক্ষণিকের উন্মাদনা। মাঝে মাঝে একা থাকতে ইচ্ছে করে না, পরিস্থিতি আমাকে একা করে দেয় । স্বপ্ন ছিলো জীবনে এমন একজন আসবে,যার ভালোবাসার পরশে নিসঙ্গতা দূর হবে। কিন্তু সে স্বপ্ন যখন ধূষর হতে থাকে তখন শরীরী টানে প্রেমের ছলে কাউকে বিছানায় আনার মত ভণ্ডামীর কি দরকার? তার চেয়ে পতিতাপল্লীতে গিয়ে নিঝর্ঞ্জাট যৌনক্ষুধা মিটিয়ে আসাটাই অনেক ভালো। মাঝে মাঝে ভাবি, সময়ের সাথে সাথে বয়স আর যৌবন কেটে যখন বার্ধক্যে পরিণত হবে।

তখন পাশে কাছের কাউকে পেতে চাইবে মন। কিন্তু নিজ ইচ্ছায় সেই বৃদ্ধকালে কাছের মানুষটি না থাকার দায় যখন নিজের ওপর পড়বে,সেই টানাপোড়েনে বাকি জীবনটাও দুঃসহে কাটবে। মানুষ কখনো একা থাকতে চায় না। হয়ত একা থাকার জেদটা আসে তীব্র অভিমান আর মনের মাঝে থাকা লুকায়িত কষ্ট থেকেই। আমিও চাই না একা থাকতে, চাই নিসঙ্গতার বেড়াজাল থেকে বেড়িয়ে আসতে।

চাই সব সংকীর্ণতার উর্ধে স্বাভাবিক একটা বন্ধুত্ব, একটা নির্ভেজাল প্রেম । দেখি পাই কিনা ..? ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৩ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.