আমাদের কথা খুঁজে নিন

   

চামড়া ব্যবসায়ীদের লোকসানের শঙ্কা

কোরবানির ঈদে বৃহত্তর চট্টগ্রামে অর্ধশত কোটি টাকার চামড়া কেনার টার্গেট নিয়ে মাঠে নেমেছে আড়তদাররা। অন্যান্য বছরের চেয়ে এবার তুলনামূলকভাবে বেশি পশু জবাই হবে - এ ধারণা থেকে কাঁচা চামড়ার আড়তদাররা বৃদ্ধি করেছে বিনিয়োগ। কিন্তু ট্যানারি মালিকরা আগে থেকে লবণযুক্ত চামড়ার মূল্য নির্ধারণ করে দেওয়ায় পাইকার ও মৌসুমি ব্যবসায়ীরা ক্ষতির সম্মুখীন হবেন বলে আশঙ্কা করা হচ্ছে। চট্টগ্রাম সিটি করপোরেশন কাঁচা চামড়া আড়তদার সমিতির সভাপতি মোসলেম উদ্দিন বলেন, 'এবার সাড়ে তিন লাখ গরু, ৯০ হাজার ছাগল ও দুম্বা এবং ১০ হাজার মহিষের কাঁচা চামড়া কেনার টার্গেট করেছে চট্টগ্রামের প্রায় দুইশ আড়তদার। এরই মধ্যে চামড়া কেনার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ধারণা করা হচ্ছে এবার কোরবানিতে ৫০ কোটি টাকারও বেশি চামড়া কেনা-বেচা হবে।' চট্টগ্রামে চামড়ার পাইকার নুর-এ-মদিনার মালিক আইয়ুব আলী জানান, 'ট্যানারি মালিকরা আগে থেকে লবণযুক্ত চামড়ার মূল্য নির্ধারণ করে দেওয়ায় চামড়ার বাজার অস্থিতিশীল হওয়ার সম্ভাবনা রয়েছে। এতে পাইকার ও মৌসুমি ব্যবসায়ীরা লোকসানের সম্মুখীন হবেন। এ ছাড়া কোরবানি দাতারাও চামড়ার ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হবেন।'

 

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.