আমাদের কথা খুঁজে নিন

   

কুইন মেরি-২

পৃথিবীর এ যাবৎকালের নির্মিত দ্বিতীয় বৃহত্তম জাহাজ কুইন মেরি-২। কুইনার্ড কোম্পানির নির্মিত এ জাহাজটি সমুদ্রের মাঝে যেন একটি বিলাসবহুল পাঁচ তারকা হোটেল। বিশ্বের অন্যতম দীর্ঘ, প্রশস্ত ও উচ্চতম এ জাহাজের সুবিশাল ডাইনিং রুম, বলরুম, থিয়েটার আর পৃথিবীর প্রথম ভাসমান প্লানেটারিয়াম একে আর সব জাহাজ থেকে করেছে অনন্য। আকৃতির বিশালতা আর অসাধারণ নির্মাণশৈলীর সুনিপুণ প্রদর্শনের দরুন কুইন মেরি-২ আজ সমুদ্র-পর্যটন, পরিবহন আর শিপইয়ার্ড ইন্ডাস্ট্রিতে একটি অনবদ্য নাম। ২০০২ সালের ২৪ জানুয়ারি কুইন মেরি-২-এর নির্মাণকাজ শুরু হয়।

আটলান্টিকের প্রতিকূল আবহাওয়া যে কোনো সমুদ্র যানের জন্যই একটি হুমকি। কখনো কখনো এর ঢেউয়ের আকার তিন তলা সমান উঁচুও হয়। এ জন্য যে কোনো জাহাজের সামনের অংশটি উঁচু রাখা হয় যাতে বড় ঢেউকে তা কেটে ফেলতে পারে। কুইন মেরি ২-এর ক্ষেত্রে এটি আরও উঁচু। এ ছাড়া সামনের ডেকের ওপর কিছুটা বর্ধিত অংশ আছে যা কখনো ঢেউয়ের পানির তোড় জাহাজের উপরে চলে এলেও তাকে আবার সাগরেই ফেলে দেয়।

জাহাজটিতে কেবিনের সংখ্যা ১৩১০টি। এতে মোট ১০ ধরনের কেবিন আছে। এ ছাড়া প্রতিবন্ধীদের জন্য ৩০টি কেবিন আছে যেখানে হুইলচেয়ার ও প্রতিবন্ধী টয়লেটের সুব্যবস্থা আছে। ৩৬টি কেবিন শ্রবণ প্রতিবন্ধীদের জন্য আছে। সর্বসাধারণের জন্য এখানে ১৫টি রেস্টুরেন্ট ও বার, পাঁচ সুইমিং পুল, এক ক্যাসিনো, একটি বলরুম, একটি থিয়েটার এবং ১টি প্লানেটেরিয়াম আছে।

রেস্টুরেন্টগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো ইৎরঃধহহরধ জবংঃধঁৎধহঃ যেটি দুটি ডেকের ওপর পুরো জাহাজের প্রস্থজুড়ে বিস্তৃত।

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।