আমাদের কথা খুঁজে নিন

   

শোলাকিয়ায় লাখো মুসল্লীর অংশ গ্রহণ

গতরাত থেকে সকাল ৭ টা পর্যন্তÍ হালকা গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে কিশোরগঞ্জে। প্রচন্ড গরমের মধ্যে হালকা বৃষ্টির পসরা অনেকটা স্বস্তি এনে দিয়েছে ঈদজামাতে আগত মুসল্লীদের। দেশের বৃহত্তম ঈদগাহ শোলাকিয়ায় ঈদুল আযহার নামাজ আদায়ের জন্য সকাল থেকেই মুসল্লীরা দলে দলে আসতে শুরু করেন। বৃষ্টির কারণে মাঠ কিছুটা কর্দমাক্ত হয়ে পড়ে। এর ওপরই মুসল্লীরা পলিথিন ও জায়নামাজ বিছিয়ে কাতারবন্দি হন।

সকাল ৯ টায় শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে ১০ মিনিট পিছিয়ে দেওয়া হয় জামাত। এ মাঠের জন্য এটি ১৮৬ তম জামাত ঈদুল আযহার জামাত। জামাতে ইমামতি করবেন ইসলাহুল মুসলিমিন পরিষদের চেয়ারম্যান মাওলানা ফরিদউদ্দিন মাসউদ।

ঈদুল আজহায় কোরবাণীর বাধ্য বাধকতা থাকায় ঈদুল ফিতরের তুলনায় এ  জামাতে মুসল্লীর সংখ্যা কম হয়। জেলা প্রশাসক ও শোলাকিয়া ঈদগাহ পরিচালনা কমিটির সভাপতি মো: সিদ্দিকুর রহমান, পুলিশ সুপার মো: আনোয়ার হোসেন খানসহ প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন  রাজনৈতিক দলের স্থানীয় নেতৃবৃন্দ এ ঈদগাহে নামাজ আদায় করবেন।

প্রতিবারের ন্যায় এবারও মুসল্লীদের নিরাপত্তায় ব্যাপক নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন। নামাজ শেষে মোনাজাতে বিশ্ব মুসলিম ওম্মাহ, দেশ ও জনগণের শান্তি ও কল্যাণ কামনা করা হয়।

মসনদ-ই-আলা ঈশা খাঁর ৬ষ্ঠ বংশধর দেওয়ান মান্নান দাদ খান ১৮২৮ সনে কিশোরগঞ্জ জেলা শহরের পূর্ব প্রান্তে নরসুন্দা নদীর তীরে প্রায় ৭ একর জমির উপর এ ঈদগাহ প্রতিষ্ঠা করেন।  

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।