আমাদের কথা খুঁজে নিন

   

বৃষ্টি উপেক্ষা করে শোলাকিয়ায় লাখো মুসল্লি

বুধবার সকাল ৯টায় এ মাঠে ঈদুল আজহার জামাত পরিচালনা করেন মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ।
১৮২৮ সালে শোলাকিয়ায় প্রথম ঈদ জামাত অনুষ্ঠিত হয়। সেই হিসেবে এবার এই মাঠে ১৮৬তম ঈদ জামাত হলো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধি জানান, মঙ্গলবার রাত ১টা থেকে বুধবার সকাল ৭টা পর্যন্ত টানা বৃষ্টি হয় কিশোরগঞ্জে। এ কারণে প্রথম দিকে মুসল্লিদের উপস্থিতি কম থাকলেও বৃষ্টি কমে আসার সঙ্গে সঙ্গে জামাতে অংশ নিতে আসা মানুষের ঢল নামে কিশোরগঞ্জের নরসুন্দা নদীর তীরে।


বৃষ্টির পানি জমে মাঠের অনেক স্থান নামাজের জন্য অনুপোযোগী হয়ে পড়লেও কাঁদা-পানিতে দাঁড়িয়েই নামাজ আদায় করেন মুসল্লিরা।
আগের দিন রাতেই দেশের বিভিন্ন স্থান থেকে অনেকে কিশোরগঞ্জে আসেন নামাজে অংশ নিতে।
মুসল্লিদের নামাজ আদায়ের সুবিধার জন্য ‘শোলাকিয়া স্পেশাল’ নামে দুটি বিশেষ ট্রেন ময়মনসিংহ ও ভৈবর থেকে ভোর বেলায় ছেড়ে আসে। মাঠ ও আশপাশের এলাকায় নেয়া হয় ব্যাপক নিরাপত্তা।
মসনদ-ই-আলা ঈশা খাঁর ষষ্ঠ বংশধর দেওয়ান হয়বত খান বাহাদুর কিশোরগঞ্জের জমিদারি প্রতিষ্ঠার পর ১৮২৮ সালে কিশোরগঞ্জ জেলা শহরের পূর্ব প্রান্তে নরসুন্দা নদীর তীরে প্রায় সাত একর জমির ওপর এ ঈদগাহ প্রতিষ্ঠা করেন।


স্থানীয় গবেষকদের ভাষ্যমতে, ১৮২৮ সালে প্রথম অনুষ্ঠিত জামাতে সোয়া লাখ মুসুল্লি অংশগ্রহণ করেন বলে মাঠের নাম হয় ‘সোয়া লাখি মাঠ’। সেখান থেকে উচ্চারণের বিবর্তনে তা পরিণত হয়েছে আজকের নাম শোলাকিয়ায়।

সোর্স: http://bangla.bdnews24.com

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.