আমাদের কথা খুঁজে নিন

   

Chuunibyou – অহর্নিশ দিবাস্বপ্ন নাকি বাস্তবতায় বিলীনতা!!!!

You can do anything, but not everything.
সুপারম্যান; স্পাইডারম্যান বা ব্যাটম্যান দেখতে দেখতে কখনও কি তাদের জায়গায় নিজেকে দেখতে ইচ্ছে হয়েছে? পিঠে লাল পর্দা বেঁধে কি কখনও সুপারম্যান সাজার চেষ্টা করেছেন? কিংবা নিজের কল্পনার জগতে কোন স্পেশাল পাওয়ার; হয়তবা অদৃশ্য হয়ে যাবার ক্ষমতা বা মাইন্ড রিডিং এর পাওয়ার পেয়ে গেছেন বলে প্রিটেন্ড করেছেন? আমরা সবাইই করেছি হয়ত কমবেশি। এইটা তেমন সমস্যার বিষয় না। সমস্যাটা হয় তখনই যখন এইসব ফ্যান্টাসি এসে মিশে বাস্তবতায়; যখন কেউ স্বপ্ন আর বাস্তবতাতাকে আলাদা করতে পারে না; বাস্তব জীবনের রুঢ়তা; জঞ্জালকে আড়াল করতে স্বপ্নের জগতটাকেই বাস্তব ধরে নেয় !!! সমাজ যেটাকে দেখে স্রেফ পাগলামি হিসেবে; সেই মানুষটাকে নিয়ে হাসাহাসি করে। কিন্তু সেই জগতটা কি আসলেই এতো খারাপ? খানিকতা বেশি স্বপ্নবিলাসি হওয়া কি খুব বেশি অপরাধ? মানুষ আসলে মানুষ হয়ে উঠে কখন? তার স্বপ্ন দেখার ক্ষমতা কেড়ে নিলে সে আসলে কোথায় গিয়ে পৌছায়?!!! এই সিরিজের প্রথম ৩-৪ টা পর্ব দেখার পর একবার ড্রপ করতে ইচ্ছে হয়েছিল; সিরিয়াস কিছু নাই; শুধু কমেডি। সিটকম খুব প্রিয় হলেও কমেডি ধাঁচের এনিম আমার কেন যেন তেমন সহ্য হয় না !!! তারপরেও; বেশ ফানি কিছু জায়গা ছিল; দেখতে থাকলাম; বা লেগে রইলাম বলা ভাল !!! কিন্তু এরপরেই বদলে যেতে লাগলো সব; আস্তে আস্তে আমি সিরিজটাকে ভালবাসতে শুরু করলাম।

শেষ করার পর মনে হল; অনেক দিন পর দুর্দান্ত একটা ছোটখাটো সিরিজ দেখলাম। রোমান্টিক এনিম; বা এনিমের মধ্যে যেখানেই রোমান্স থাকবে সেখানেই কিছু না কিছু ক্লিশে পার্ট থাকে; মোরোনিক কম্পিটিটর অথবা ব্যাখ্যাতীত প্লট জাতীয় কিছু জিনিসপাতি। এই সিরিজেও যদিও তার ফেয়ার শেয়ার ছিল; কিন্তু দিনশেষে সবটাই পূর্ণতায় গিয়ে মিশেছে !! আর বেসিক প্লট - chuunibyou সিন্ড্রোম? আমি নিজের সাথে অনেক জায়গাতেই মিলাতে পেরেছি; আমার কাছে তাই অসম্ভব সুন্দর লেগেছে সিরিজটা !!! কাহিনী – টিপিকাল রোমান্টিক এনিম; বেসিক প্লটে খানিকটা চেইঞ্জ আছে সর্বোচ্চ। কিছু বলতে গেলেই স্পয়লার হয়ে যাবে; তাই বাদ দিলাম। পুরো সিরিজটাই বেড়ে উঠা; বড় হয়ে উঠা; দায়িত্বশীল হওয়া –এই জিনিসগুলোকে খুব সুন্দর করে ফোকাস করেছে ।

তবে ১২ পর্বের একটা সিরিজ; কাহিনী আর কতটুকুই বা থাকবে?!! কেন দেখবেন – রিফ্রেশিং; হার্ট টাচিং; ফুল অফ ফান এন্ড বেশ কিছু “owwww” মোমেন্ট; চমৎকার রোমান্টিক কাহিনী; ব্রিস্ক পেস এবং কিছু সুন্দর টুইস্ট !!! স্ট্রং পয়েন্টঃ সাইড ক্যারেক্টার; এত্ত স্বল্প সময়ে সবগুলা চরিত্রই আপন হয়ে যাবে !!! তারপর কিছু ব্যাটেল সিন; মকারি যে কত সিরিয়াসভাবে করা যায় – অবিশ্বাস্য !!! কেন দেখবেন না – আমি অন্তত কোন কারণ খুজে পাচ্ছি না না দেখার। সাউন্ডট্র্যাক + এনিমেশন স্টাইল – আহামরি কিছু না হলেও বেশ ভাল। স্পেশাল মোমেন্টঃ এই এনিমে একটা কনফেশন সিন আছে; my one the most favourite confession scene !!! তোর আর দেরি কেন? দেখা শুরু শুরু করে দিন এই জোস সিরিজটি !! আর এনিম নিয়ে আড্ডা দিতে চাইলে; এনিমখোরদের সাথে আড্ডা দিতে চাইলে; জানতে এবং জানাতে চাইলে যোগ দিতে পারেন এই গ্রুপে !! সবাইকে ঈদ মুবারাক !!! হ্যাপি এনিমিং !!!
 

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.