আমাদের কথা খুঁজে নিন

   

সিদ্ধিরগঞ্জে শিবিরের গাড়ি ভাঙ্গচুর ও ককটেল বিস্ফোরণ

আজ সোমবার সকালে সিদ্ধিরগঞ্জের নারায়ণগঞ্জ-আদমজী-শিমরাইল সড়কের ডিএনডি সেচ পাম্ব হাউজের সামনে গাছের গুড়ি ফেলে পিকেটিং করেছে ছাত্র শিবিরের নেতা-কর্মীরা। এসময় তারা ১০-১২টি ককটেল বিস্ফোরণ ও বিক্ষোভ মিছিল ও কয়েকটি যানবাহন ভাংচুর করে। অন্যদিকে হরতাল বিরোধী মিছিল করেছে আওয়ামী লীগ।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর ৭টায় সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় ডিএনডি পাম্প হাউজের সামনে মিছিল বের করে শিবিরের ৩০/৪০ জন নেতা-কর্মী। এসময় তারা গাছের গুড়ি ফেলে নারায়ণগঞ্জ-আদমজী-শিমরাইল সড়কে যান চলাচল বন্ধ করে দেয়।

মিছিলকারীরা হরতালের পক্ষে স্লোগান দিতে থাকে। এসময় তারা ৩-৪টি যানবাহন ভাংচুর করে। পরে তারা ১০-১২টি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।

সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আনিচুর রহমান জানান, পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে শিবির কর্মীদের ছত্রভঙ্গ করে দেয়।

এদিকে ভোর সাড়ে ৬ টায় সিদ্ধিরগঞ্জের ভূইয়াপাড়া এলাকায় বিক্ষোভ মিছিল ও পিকেটিং করেছে সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দল।

  অপর দিকে আওয়ামী লীগের লোকজন সকাল ৮টায় সিদ্ধিরগঞ্জে ট্রাক স্ট্যান্ড হতে মিছিল বের করে। মিছিলকারীরা হরতালের বিপক্ষে স্লোগান দেয়। হরতালের হট স্পট খ্যাত কাঁচপুর এদিনও ছিল শান্ত। তবে দূর পাল্লার বাস তেমন চলাচল করেনি।



সোর্স: http://www.bd-pratidin.com/     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.