আমাদের কথা খুঁজে নিন

   

সিদ্ধিরগঞ্জে মার্কেটে ভয়াবহ আগুন

সিদ্ধিরগঞ্জে শনিবার ভোরে একটি মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ডে পুড়ে ছাই হয়ে গেছে ডায়াগনস্টিক সেন্টারসহ ৭টি দোকান। এতে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আগুন নেভাতে গিয়ে আহত হয়েছেন অন্তত পাঁচজন। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার ভোর ৫টার দিকে সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড় এলাকাতে হাজী ইব্রাহীম খলিল শপিং কমপ্লেক্সের পাশে এন এস সুপার মার্কেটের নিচ তলায় আগুনের সূত্রপাত হয়।

এখানে পাইকারী ব্যাটারি ও টায়ারের ৬টি দোকান এবং গোডাউন ছিল। দ্বিতীয় তলায় ছিল মেডিকেয়ার নামের একটি ডায়াগনস্টিক সেন্টার। মুহূর্তের মধ্যে আগুন আশেপাশের ব্যাটারি ও টায়ারের দোকানে ছড়িয়ে পড়ে। আগুনে টায়ার ও ব্যাটারির ছয়টি দোকান ভস্মিভূত এবং ডায়াগনস্টিক সেন্টারের সমস্থ মেশিনারিজ পুড়ে যায়।

ড্রিমল্যান্ড ব্যাটারি দোকানের মালিক আবদুর রব মিয়া সাংবাদিকদের জানান, আগুনে তাদের প্রায় আড়াই কোটি টাকার নতুন ব্যাটারিসহ মালামাল সম্পূর্ণ পুড়ে গেছে।

গত সপ্তাহে দেড় কোটি টাকার নতুন ব্যাটারি দোকানে তোলা হয়েছিল।

মেডিকেয়ার ডায়াগনস্টিক সেন্টারের মালিক নজরুল ইসলাম জানান, ডায়াগনস্টিক সেন্টারের অন্যেক মূল্যবান যন্ত্রপাতি ও মেশিনারিজ পুড়ে গেছে। এতে তার প্রায় কোটি টাকার মত ক্ষতি হয়েছে।

খবর পেয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুইটি ও ডেমরা ফায়ার সার্ভিসের আরো দুইটি ইউনিট প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে সকাল সাড়ে ৮টার দিকে আগুন নিয়ন্ত্রনে আনে। এ ব্যাপারে ডেমরা ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার মিলন মিয়া জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত।

তবে তদন্ত না করে ক্ষয়ক্ষতি নিরূপন করা সম্ভব না বলে জানান তিনি।

সোর্স: http://www.bd-pratidin.com/index.php     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.