আমাদের কথা খুঁজে নিন

   

তোরেসের নৈপুণ্যে চেলসির জয়

ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) ফার্নান্দো তোরেসের শেষ মুহূর্তের গোলে দারুণ জয় পেয়েছে চেলসি। গতকাল রবিবার তারা ২-১ গোলে ম্যানচেস্টার সিটিকে হারিয়েছে।

ঘরের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে ৩৩ মিনিটে জার্মান ফরোয়ার্ড আন্দ্রে শুরলের গোলে এগিয়ে যায় চেলসি। তবে প্রথমার্ধে তোরেস দুটো সুবর্ণ সুযোগ নষ্ট না করলে হোসে মরিনিয়োর দল অনেক নিশ্চিন্ত থাকতে পারতো।

সেই ভুলের থেকে শিক্ষা নিয়ে তোরেস করেছেন নিজে গোল এবং শুরলেকে দিয়ে করিয়েছেন।

৪৯ মিনিটে ম্যান সিটিকে সমতায় ফেরান আর্জেন্টাইন স্ট্রাইকার স্যার্জিও আগুয়েরো।

১-১ সমতায় খেলা যখন শেষের পথে ঠিক তখনই তরেসের চমক। ইনজুরি সময়ে এই স্প্যানিশ স্ট্রাইকারের গোলে চেলসির মূল্যবান তিন পয়েন্ট প্রাপ্তি নিশ্চিত হয়ে যায়।

উল্লেখ্য, ইপিএলে সব দলের ৯টি করে খেলা শেষে ২২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্সেনাল। চেলসি ও লিভারপুলের পয়েন্ট ২০, তবে গোল গড়ে এগিয়ে থাকায় চেলসির অবস্থান দ্বিতীয়।

 

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।