আমাদের কথা খুঁজে নিন

   

কমিউনিকেশন সিস্টেম এর খুটিনাটি নিয়ে ভিডিও টিউটোরিয়াল।

হ্যালো, সবাই ভাল আছেন নিশ্চয়ই। শুরুতেই বলে নিচ্ছি, কোন কমার্শিয়াল সাইট কিংবা ব্যবসায়িক উদ্দেশ্য নিয়ে এখানে পোস্ট করছিনা। এটা একটা স্বেচ্ছাসেবা মূলক কাজ। সবার উপকারের জন্যই এই উদ্যোগ। তাই আশাকরছি, শ্রদ্ধেয় এডমিন এটা বিবেচনা করবেন।

আজ আমি আপনাদের সাথে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি শিক্ষার ফ্রি স্কুল ITMOYBD Academy of ICT এর নতুন কিছু লেকচার দেখার আমন্ত্রন জানাব। মূলত উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের কথা মাথায় রেখে লেকচার গুলো তৈরী করা। কিন্তু আশাকরি, প্রযুক্তি প্রেমী সবারই খুব ভাল লাগবে।
লেকচারঃ HSC ICT-L201: কমিউনিকেশন সিস্টেম এর প্রাথমিক ধারনা।

লেকচারঃ HSC ICT-L202: ডেটা ট্রান্সমিশন এর বিভিন্ন মোড এর পরিচিতি ।



লেকচারঃ HSC ICT-L203: ডেটা ট্রান্সমিশনের মাধ্যম (তার মাধ্যম ও তারহীন মাধ্যম) ।

সবাই ভাল থাকবেন। আর ভিডিওটি ভাল লাগলে আপনার পাশের HSC student কে জানাতে ভুলবেন না। সবাইকে ITMOYBD Academy of ICT এর পক্ষ থেকে আবারো ধন্যবাদ জানিয়ে শেষ করছি। facebook page is here Youtube এ সকল ভিডিও দেখতে এখানে ক্লিক করেন।


সোর্স: http://www.techtunes.com.bd/     দেখা হয়েছে ২৭ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.