আমাদের কথা খুঁজে নিন

   

সলিড জিনিষ নাকি ভাঙ্গা সহজ

তোমার মাপে হয় নি সবাই তুমিও হও নি সবার মাপে, তুমি মর কারো ঠেলায় কেউ বা মরে তোমার চাপে— ঐদিন জিওগ্রাফি চ্যানেলে দেখলাম। টাইটানিক ডুবার কারণ বলতেছে, টাইটানিকের লোহা নাকি বেশী সলিড আছিল। এইজন্যই নাকি আইস বার্গের আঘাতে সহজে ভাইঙ্গা গেছে। বিজ্ঞানীদের কথা অনুযায়ী বেশী সলিড জিনিষ নাকি ভাঙ্গা সহজ। যে জিনিষটাতে হালকা খাদ থাকে ঐ জিনিষের ধাতসহতা নাকি অনেক গুণ বাইড়া যায়।

একটা গাণিতিক ব্যাখ্যাও আছে এইটার। যাহোক, ইদানিং বেশীরভাগ মেয়েরাই দেখি দাবি করে মেয়েদের ভালবাসা নাকি বেশী সলিড,একটু ও ভেজাল থাকে না। ছেলেদের ভালবাসাতেই নাকি খাদ থাকে। টাইটানিক ডুবার কারণটা জানার পরে তাদের এই কথাটা আমি আসলেই বিশ্বাস করি। মেয়েদের ভালবাসা আসলেই বেশী সলিড,ঐটাভাংতে আইসবার্গ ও লাগে না।

কয়েকটা চকবার আইসক্রীম আর কিছু মিষ্টি মিষ্টি কথা দিয়া ১০-১৫ দিন বাড়ি দিলেইভাইঙ্গা যায়। সংগৃহীত ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।