আমাদের কথা খুঁজে নিন

   

সলিড গাধার খোজে

যা কিছু মাথায় আসে

লেডিস এবং বোনেরা ও পোলাপানগণ, প্যা হো হোপ্যা প্যা প্যা হো গো হো (গাধীয় ভাষায় সেলাম)। কেমুন আছেন আপ লোগেরা। কিছু দিন হয়ছে আই এই দেশত আইছি। হের লাইগা কথা বলিতে কিছুটা সমস্যার সিষ্টি হচচ্চে। আফনে রা বালা আচেন নি।

বুঝবার হাত্তাচিনা কেমুন্তে আপকো ভাষা ডাউনলোড করেগা। মেরা নেটওয়ার্কে সামথিংক গড়বড় হ্যা। আমি সুদুর আমেরিকার লন্ডন শহরে জন্মেছি। সেখানে বড় হওয়ার পর শুনলাম বাংলাদেশ নামক এক কান্ট্রিমে হামারা জাতের বহু লোক রয়ছে। হ্যাগো লগে কতা কতি আমি ছুঠি আইচি।

এই কেরে? ভাই একটু সরি দাঁড়ান। হ্যালো , হ্যালো......(দুঃখিত, এই মুহূর্তে একটি সলিড গাধাকে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। অনুগ্রহপূর্বক আর যোগাযোগ না করলেই খুশি হব। )

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।