আমাদের কথা খুঁজে নিন

   

রহস্যময়ী আধারে ছেয়ে গেছে পৃথিবী

সুন্দরের দূরত্ব কখনো হয় না ক্ষয়, কাছে না পেয়ে না পাওয়ার দেয় অফুরন্ত পরিচয় ।

রহস্যময়ী আধারে ছেয়ে গেছে পৃথিবী, অন্ধের বসতি গড়ছে সকলে যে যত বেশী অন্ধ সে তত বেশী দেখিতে পায় আধারে তাকে ছাড়া হয় না কোন উন্মাচনা, তাকে নিয়েই হয় যত আলোচনা অন্ধ মানবে লিপ্ত ভেসে থাকা অন্ধত্বে, নিয়ে যায় তাকে শেষ আধারের টানে এই বুঝি শেষ এসে দাড়ালো আমার দুয়ারে, সেই সে শেষ পথ যেখান থেকে ফিরেনি কেউ দুয়ারে, হারায়ে পথিক আমি আজিকার এই অজানা ঘরে খুজে ফিরে হয়রান, তাহাকে চিনিবার তরে জদি তাকে পেয়ে যাই , নিজ ঘরের কোনে তাই শুধু খুজে যাই এই জীবভবের তরে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।