আমাদের কথা খুঁজে নিন

   

গাড়ি ধরতে জিপিএস বুলেট

এক প্রতিবেদনে সংবাদ সংস্থা বিবিসি জানিয়েছে, কোনো গাড়িকে ট্র্যাক করার অনেক পদ্ধতি থাকলেও এ পদ্ধতিতে গাড়ির সঠিক অবস্থান ও গতিবিধি সম্পর্কে দূর থেকেই সঠিক তথ্য পাওয়া যাবে।
এ জন্য সন্দেহভাজন গাড়িতে পুলিশ জিপিএস বুলেট নিক্ষেপ করবে। বুলেটটি এরপর গাড়ির ভৌগোলিক অবস্থান বিষয়ে পুলিশকে ক্রমাগত তথ্য সরবরাহ করবে। এতে পুলিশ বিভাগ সন্দেহভাজন গাড়িটির গতিবিধি ও অবস্থান দূর থেকে জানতে পারবে। এছাড়া একবার জিপিএস বুলেট কোনো গাড়িতে শুট করা হলে পুলিশ সে গাড়ি কমসময়ের মধ্যে আটক করতে পারবে।
যুক্তরাষ্ট্রের চারটি অঙ্গরাজ্যে এ প্রযুক্তি ব্যবহার ইতোমধ্যে শুরু হয়েছে। যুক্তরাজ্যেও এ প্রযুক্তি চালুর কথা রয়েছে। প্রাথমিকভাবে পুলিশের গাড়িতে জিপিএস বুলেট পদ্ধতি স্থাপন করতে খরচ হয়েছে পাঁচ হাজার ডলার, প্রতিটি বুলেটের জন্য খরচ পাঁচশ’ ডলার।
পুলিশ বিভাগ জানিয়েছে, আপাতত এ প্রযুক্তি ব্যয়সাধ্য হলেও ভবিষ্যতে এর ব্যয় কমে আসবে।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.