আমাদের কথা খুঁজে নিন

   

আলোচিত প্রযুক্তি ব্লগ টেকটিউনস এবং প্রতারনার জাল ।

কিছু বলার নাই । যারা ব্লগিং করেন তাদের টেকটিউনস নামটি অপরিচিত থাকার কথা নয় । তারপরও আজ তাদের ভিতরকার কিছু বিষয় নিয়ে বলব । টেকটিউনস এ উনাদের এমন ‍কিছু ফেইক আইডি আছে যারা অনেক লোভনীয় টিউন করে । তার বেশীরভাগই হয় উনাদের ইলেকট্রনিক্স বিভাগে ।

এখানে একটি চক্র থাকে যারা খুব সুন্দর সুন্দর টপিক করবে । যা দেখে আপনারও ইচ্ছা হবে এমন একটি জিনিস বনানোর । যখনই আপনার মনে ইচ্ছা জাগলো ঠিক তখন থেকেই আপনার সাথে প্রতারনা শুরু হলো । আপনাকে টপিক কারিরা নানা ভাবে বলবে যে আপনি এটা চেষ্টা করুন বানানোর প্রয়োজনে আমি আপনাকে সহযোগিতা করব । আপনি বানানো শুরু করলেন কিন্তু শেষ পর্যন্ত নিশ্চিত ব্যার্থ হবেন ।

এরপর আপেনি উনাদের সাথে যোগাযোগ করলে বলবে যে “ আপনি যন্ত্রাংশ বাবদ এত টাকা পাঠান , আমি বানিয়ে আপনাকে পাঠিয়ে দিব “ আপনি উনাদের ব্যবহারে এবং কথায় মনে করবেন যে দুধে দোয়া তুলসি পাতা , তাই টাকাটাও পাঠালেন । এরপর ফোন দিয়ে দেখবেন ফোন বন্ধ , ফোন খোলা থাকলেও বলবে আমি একটু প্রবলেমে আছি একটু পরে কথা বলি । এভাবেই খাবেন ধরা । এরপর টেকটিউনস কে এইসব বিষয় জানালে উনারা আপনাকে আরও ধমকাধমকি করবে । এমনকি আপনি সতর্কতা মূলক টপিক করলেও সেটা বিনে নিবে ।

এই হল টেকটিউনস এবং উনাদের পালিত কিছু ভন্ডের ঘটনা । কেউ উনাদের ভালো কথায় ভুলবেন না এই প্রত্যাশা রইল । যে সব টিউন দ্বারা প্রতারনা করা হয় তার দুইটা লিংক নিচে দিলাম দেখেণ । প্রতারনা মূলক পোষ্ট প্রতারণা মূলক পোষ্ট 2 ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১২ বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।